Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ট্রেলারেও রহস্য

গোটা ভারত যে জবাবের জন্য অপেক্ষা করছে, সেটা ‘বাহুবলী টু-দ্য কনক্লুশন’-এর ট্রেলারে মিলল না! ওটাই যখন ইউএসপি, তখন নির্মাতারা সেটা প্রকাশ করবেন না এটাও স্বাভাবিক! এস এস রাজামৌলি দর্শকের জন্য কী রেখেছেন এবারে?

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৭ ০০:১৪
Share: Save:

গোটা ভারত যে জবাবের জন্য অপেক্ষা করছে, সেটা ‘বাহুবলী টু-দ্য কনক্লুশন’-এর ট্রেলারে মিলল না! ওটাই যখন ইউএসপি, তখন নির্মাতারা সেটা প্রকাশ করবেন না এটাও স্বাভাবিক! এস এস রাজামৌলি দর্শকের জন্য কী রেখেছেন এবারে?

•প্রথম ছবির চিত্রনাট্যে বেশ গতি ছিল। সিক্যুয়েলও প্রভাস এবং রানা ডুগ্গুবাটির রেষারেষিকে কেন্দ্র করেই।

•কাটাপ্পা কেন বাহুবলীকে মেরেছিল? প্রথম ছবিতে এই জায়গাতেই থেমে গিয়েছিলেন পরিচালক। দ্বিতীয় পর্বে জবাব মেলার আভাস রয়েছে ট্রেলারে। যেখানে অমেরন্দ্র বাহুবলী কাটাপ্পার উদ্দেশে বলছে, ‘তুমহারে হোতে হুয়ে মুঝে মারনেওয়ালা পয়দা নেহি হুয়া মামা।’ দর্শককে গল্পের জটিলতা ও ধোঁয়াশায় রেখে দিলেন পরিচালক রাজামৌলি।

আরও পড়ুন: রকবাস্টার তনিশ্ক

•আগের ছবির মতো বড় ক্যানভাস এখানেও। বিশাল সেট। কম্পিউটার গ্রাফিক্স নিয়ে অনেক কথা হচ্ছে। ভারতের নিরিখে সত্যিই ভাল। কিন্তু বিশ্বের মানচিত্রে এই কাজ দিয়ে কতটা জায়গা করা যাবে,
প্রশ্ন আছে।

•তবে শেষ কথা বলে ছবির চিত্রনাট্য। দর্শকের কাছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজমৌলি তার কতটা জোগান রেখেছেন, সেটা বোঝা যাবে ২৮ এপ্রিল।

•ট্রেলার হিট। রাজামৌলি বৃহস্পতিবার প্রথমে যে তেলুগু ট্রেলার রিলিজ করেন, তার ভিউয়ারশিপ কিন্তু ১ কোটি ৩৮ লক্ষ ছাড়িয়ে গিয়েছে (রাত ৯টা পর্যন্ত)।

বিয়ে করছেন প্রভাস

‘বাহুবলী’-র ট্রেলার মুক্তির দিন জানা গেল, প্রভাস নাকি বিয়ে করবেন ছবিটি মুক্তি পেলেই। পাত্রী ঠিক করেছেন তাঁর বাবা-মা। ‘বাহুবলী’ তাঁকে রাতারাতি স্টার বানিয়েছে। এই খবরে তাঁর মহিলা ভক্তরা নিশ্চিতভাবে হতাশ হবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Baahubali: The Conclusion Prabhas Film Actor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE