বলিউড এবং ক্রিকেট দুনিয়ায় এখন তাঁরা সবচেয়ে আলোচিত কাপল। বিয়ের পর যেন জুটির জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছে।
ইতালির তাস্কানিকে গত ১১ ডিসেম্বর স্বপ্নের বিয়ে সেরেছেন বিরাট কোহালি ও অনুষ্কা শর্মা। এর পর দেশে ফিরে দু’টি জমকালো রিসেপশন পার্টি দিয়েছেন দিল্লি ও মুম্বইতে।
প্রেম পর্বের শুরু থেকেই সম্পর্ক নিয়ে মুখচোরা অনুষ্কা। তবে বিরাট বরাবরই খুল্লমখুল্লা। তা সে সেঞ্চুরি করে প্যাভিলিয়নে দাঁড়িয়ে থাকা অনুষ্কাকে ফ্লাইং কিস ছোড়া হোক, কিংবা হানিমুনে গিয়ে ছবি পোস্ট করে তার ক্যাপশনে লেখা, ‘এক এবং অদ্বিতীয়’।