Advertisement
২০ এপ্রিল ২০২৪
The Kashmir Files

The Kashmir Files: বিবেকের রোষের মুখে উইকিপিডিয়া বদলে দিল ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচয়!

আর পাঁচটি ছবির মতোই উইকিপিডিয়ায় একটি পেজ রয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর নামে। তাতেই ছবির বিবরণে লেখা হয়েছিল— ‘ছবির কাহিনি ১৯৯০-এর বিতারণের ঘটনাকে গণহত্যা হিসেবে দেখায়, যা বেশির ভাগের মতেই ভুল ভাবনা এবং যড়যন্ত্র তত্ত্ব-নির্ভর।’ এই বক্তব্য পড়েই খেপে যান বিবেক। 

উইকিপিডিয়ার উপরে চটে লাল বিবেক।

উইকিপিডিয়ার উপরে চটে লাল বিবেক।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ মে ২০২২ ১৬:৫৭
Share: Save:

বিতর্ক পিছু ছাড়ছেই না ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর। এ বার তাতে ঘি ঢালল উইকিপিডিয়া! যার জেরে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর রোযের মুখে এই জনপ্রিয় অনলাইন এনসাইক্লোপিডিয়া।

আর পাঁচটি ছবির মতোই উইকিপিডিয়ায় একটি পেজ রয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর নামে। তাতেই ছবির বিবরণে লেখা হয়েছিল— ‘ছবির কাহিনি ১৯৯০-এর বিতারণের ঘটনাকে গণহত্যা হিসেবে দেখায়, যা বেশির ভাগের মতেই ভুল ভাবনা এবং যড়যন্ত্র তত্ত্ব-নির্ভর।’ এই বক্তব্য পড়েই খেপে যান বিবেক।

সম্প্রতি ছবি মুক্তির ৫০ দিন পার হয়েছে। তার পরেই রবিবার টুইটারে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর উইকিপিডিয়া পেজটির স্ক্রিনশট ভাগ করে নেন পরিচালক। সঙ্গে মন্তব্য, ‘বিবরণে ইসলাম-আতঙ্ক, প্রচার, সঙঘী, ধর্মান্ধ-র মতো শব্দগুলো বসাতে ভুলে গিয়েছো। নিজেদের ধর্মনিরপেক্ষ পরিচয়কে নিজেরাই নষ্ট করছ তোমরা! তাড়াতাড়ি আরও সংশোধন কর!’

খবর, বিবেকের এই টুইটের পরেই নাকি নড়েচড়ে বসেছে উইকিপিডিয়া। ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর বিবরণ থেকে ‘ষড়যন্ত্র তত্ত্ব-নির্ভর’ অংশটি সরিয়ে নেওয়া হয়েছে তার পরেই।

১৯৯০ সালে কাশ্মীর উপত্যকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়নের কাহিনি নিয়ে তৈরি বিবেকের এই ছবিটি। মুক্তির পর থেকেই তার সঙ্গী হয়েছে বিস্তর চর্চা ও বিতর্ক। তত্ত্বের কাজিয়া, দেদার তর্কের পাশাপাশি তুমুল রাজনৈতিক চাপানউতোর, দেশজুড়ে প্রতিবাদ-পাল্টা প্রতিবাদেরও সাক্ষী থেকেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

The Kashmir Files Vivek Agnihotri Political Debates
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE