বছরভর পারফর্ম করেছেন নায়করা। বিভিন্ন ছবিতে তাঁদের অভিনয় আনন্দ দিয়েছে আপনাদের। কারও অভিনয় ভাল লেগেছে, কেউ বা সমালোচিত হয়েছেন। কোনও ছবি বক্স অফিসে সাফল্য পেয়েছে, কোনও ছবি পিছিয়ে পড়েছে বক্স অফিসের বিচারে। বছর শেষে বেছে নিন আপনার বিচারে টলিউডের সেরা নায়ক কে? ভোট দিয়ে জানান আমাদের।
প্রসেনজিত্ চট্টোপাধ্যায়: চলতি বছরে বিরসা দাশগুপ্তের ‘ওয়ান’-এ ছক ভেঙেছেন প্রসেনজিত্। এখানে তিনি নায়ক থেকে খলনায়ক। সৃজিত মুখোপাধ্যায়ের ‘ইয়েতি অভিযান’-এর কাকাবাবু বছরের সেরা পাওনা। এ ছাড়াও তালিকায় রয়েছে অতনু ঘোষের ‘ময়ূরাক্ষী’।
দেব: নিজের প্রোডাকশনে পর পর দু’টি ছবি ‘চ্যাম্প’ এবং ‘ককপিট’ এ বছরের সেরা পাওনা। এ ছাড়াও টলিউডের বিগ বাজেটের ছবি ‘আমাজন অভিযান’-এর দায়িত্ব দেবের কাঁধে।