Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Entertainment News

‘বাড়ি ফিরে এসো...’ ডাক দিল ‘বিদায় ব্যোমকেশ’

সদ্য মুক্তি পেয়েছে দেবালয় ভট্টাচার্যের আসন্ন এই ছবির গান। তার পরই তা সোশ্যাল অডিয়েন্সের পছন্দের তালিকায় শীর্ষে।

গানের দৃশ্যে সোহিনী এবং আবির। ছবি: ইউটিউবের সৌজন্যে।

গানের দৃশ্যে সোহিনী এবং আবির। ছবি: ইউটিউবের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৮ ১৩:৪১
Share: Save:

‘বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে’— সুরের মন্তাজে লেখা মন কেমনের গল্প। সৌজন্যে ‘বিদায় ব্যোমকেশ’।

সদ্য মুক্তি পেয়েছে দেবালয় ভট্টাচার্যের আসন্ন এই ছবির গান। তার পরই তা সোশ্যাল অডিয়েন্সের পছন্দের তালিকায় শীর্ষে।

বৃদ্ধ ব্যোমকেশকে অনস্ক্রিন নিয়ে আসতে চলেছেন পরিচালক দেবালয়। চলতি বছরে ২৫টি ছবির ঘোষণা করেছিল প্রযোজক সংস্থা এসভিএফ। ‘বিদায় ব্যোমকেশ’ তার মধ্যে অন্যতম। ব্যোমকেশ এ বার বৃদ্ধ, দেবালয় ভট্টাচার্যের এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়। আশি বছরের ব্যোমকেশ ও তার নাতি সাত্যকির চরিত্রে দেখা যাবে তাঁকে। সাত্যকির প্রেমিকার চরিত্রে দেখা যাবে সোহিনী সরকারকে।

আরও পড়ুন, ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কাহিনি প্রকাশ্যে আনলেন সোনালি

ব্যোমকেশের সঙ্গে সাসপেন্স, রোমাঞ্চ সমার্থক হলেও দেবালয়ের নজর কিন্তু ব্যক্তি ব্যোমকেশের উপর। তিনি আগেই বলেছিলেন, ‘‘ঘরোয়া, বন্ধুবৎসল ও স্নেহশীল ব্যোমকেশকে আরও কাছের করে তোলার ইচ্ছে রয়েছে। আমরা সব সময়ে দেখেছি, ব্যোমকেশের স্ত্রী ও বন্ধু তার পাশে রয়েছে। ব্যক্তিজীবনের সুস্থিরতা তাকে বাইরের সঙ্গে লড়তে সাহায্য করেছে। কিন্তু এ বার ঝড় তার ঘরেই। দু’বছর ধরে নিরুদ্দেশ ছেলেকে খুঁজে বের করতে অসফল বৃদ্ধ ব্যোমকেশ। ব্যক্তিগত ট্র্যাজেডি থেকেই এই গল্পের শুরু।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE