Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Entertainment News

মনকেমনের পসরা নিয়ে আসছে ‘আহা রে মন’

ট্রেলারের শেষে বেজে ওঠে ‘মন কেমনের মন্তাজ মনটা আহা রে…।’ পাগল মন, অবুঝ মন, একলা মন, খেয়ালি মন, ফেরারি মন এবং অচেনা মনকে এক ছাঁচে ঢেলে মনকেমনের মন্তাজ তৈরি করেছেন প্রতিম। জড়ো করেছেন মুহূর্তদের।

ট্রেলার লঞ্চে টিম ‘আহা রে মন’।

ট্রেলার লঞ্চে টিম ‘আহা রে মন’।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ মে ২০১৮ ১৫:২১
Share: Save:

বহু চরিত্র ডানা মেলেছে। স্বাদে, গন্ধে ভিন্নমুখী তারা। ভিন্ন তাদের মন কেমন। সেই টুকরো মন কেমনকে বিনি সুতোর মালায় গেঁথেছেন তিনি। তৈরি করেছেন ‘আহারে মন’। তিনি অর্থাত্ পরিচালক প্রতিম ডি গুপ্ত। সদ্য মুক্তি পেল এ ছবির ট্রেলার।

ট্রেলারের শেষে বেজে ওঠে ‘মন কেমনের মন্তাজ মনটা আহা রে…।’ পাগল মন, অবুঝ মন, একলা মন, খেয়ালি মন, ফেরারি মন এবং অচেনা মনকে এক ছাঁচে ঢেলে মনকেমনের মন্তাজ তৈরি করেছেন প্রতিম। জড়ো করেছেন মুহূর্তদের।

প্রতিমের কথায়, ‘‘আহারে মন আসলে সেলিব্রেশন অব গ্রেট অ্যাক্টিং। আমাদের যত ভাল ভাল অভিনেতা রয়েছেন, তাঁদের ভাল অভিনয়ের সেলিব্রেশন। একমাত্র আদিল ছাড়া সকলের সঙ্গেই আগে কাজ করেছি। প্রত্যেককে ভেবেই চরিত্রগুলো লেখা।’’

আরও পড়ুন, ‘রেনবো জেলি দেখে হয়তো ভাববেন আমি আবার জিততে পারি’

কখনও পাওলি, কখনও ঋত্বিক, কখনও পার্নো, কখনও চিত্রাঙ্গদা। নতুন লুকে মমতাশঙ্কর, অঞ্জন দত্ত এবং আদিল হুসেন। এঁদের নিয়েই টিম সাজিয়েছেন পরিচালক। চারটে আলাদা লাভ স্টোরি। কিন্তু কানেক্টেড। কোথাও গিয়ে তারা একটাই গল্প হয়ে যায়। ‘‘যাঁদের হয়তো আমরা প্রেমের সঙ্গে অ্যাসোসিয়েট করি না, এটা তাঁদের প্রেমের গল্প’’ শেয়ার করলেন প্রতিম।

‘সাহেব বিবি গোলাম’ হোক বা ‘মাছের ঝোল’— প্রতিম বড়পর্দায় নতুন কিছু গিফট দেন দর্শকদের। তাই তাঁর ছবির জন্য অপেক্ষা করে থাকেন সকলে। এ বারের অপেক্ষা আগামী ২২ জুন পর্যন্ত। সে দিনই মনকেমনের পসরা নিয়ে আসছে ‘আহা রে মন’।  

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE