Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Entertainment News

রঙে-রেখায়-গল্পে আঁকা ‘চিত্রকর’

এই ছবিতে ধৃতিমান ছাড়াও অপর শিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়। এ ছাড়াও অরুণ মুখোপাধ্যায়, শুভ্রজিত্ দত্ত, দেবদূত ঘোষ প্রমুখের অভিনয় সমৃদ্ধ করেছে এই ছবিকে।

ছবির একটি দৃশ্যে ধৃতিমান ও অর্পিতা।

ছবির একটি দৃশ্যে ধৃতিমান ও অর্পিতা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৭ ১৮:৪২
Share: Save:

তিনি গল্প বলেন। রঙে-রেখায় গল্প আঁকেন। চোখের দৃষ্টি নেই ঠিকই। কিন্তু রয়েছে প্রখর অন্তর্দৃষ্টি। তিনি বিজন বসু।

বিজনের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেবেন পরিচালক শৈবাল মিত্র। আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে তাঁর ‘চিত্রকর’। সেখানেই এক দৃষ্টিহীন শিল্পীকে নিয়ে চিত্রনাট্য সাজিয়েছেন শৈবাল। দৃষ্টিহীন ওই শিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়।

আরও পড়ুন, ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ নিয়ে মুখ খুলবেন সৌরভ-প্রিয়ম

শৈবাল শেয়ার করলেন, ‘‘দুই প্রখ্যাত শিল্পী ভারতের বিনোদবিহারী মুখোপাধ্যায় ও আমেরিকার মার্ক রথকোর জীবনের দু’টি ছোট ঘটনা নিয়ে গল্প লিখেছি। শিল্পের বিভিন্ন মাধ্যম যেমন ছবি আঁকা হোক বা নাটক— যাঁরা যুক্ত সকলেই আইডেনটিফাই করতে পারবেন।’’

আরও পড়ুন, রীতার প্রয়াণে কথা বলতে পারছে না, কেঁদেই চলেছে ‘রাখি’

এই ছবিতে ধৃতিমান ছাড়াও অপর শিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়। এ ছাড়াও অরুণ মুখোপাধ্যায়, শুভ্রজিত্ দত্ত, দেবদূত ঘোষ প্রমুখের অভিনয় সমৃদ্ধ করেছে এই ছবিকে। ছবির মিউজিকের দায়িত্ব সামলেছেন তেজেন্দ্রনারায়ণ মজুমদার।   

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE