সূত্রের খবর, গত মাসের ওই অনুষ্ঠানে দর্শক আসনে একেবারে সামনের সারিতে বসে ছিলেন রানি। একই সারিতে ছিলেন শাহিদ কপূর, আলিয়া ভট্ট, সিদ্ধার্থ মলহোত্রের মতো তারকারা। কাজল ও অজয় অনুষ্ঠানে এসে শাহিদ, আলিয়া, সিদ্ধার্থকে নাকি জড়িয়ে ধরেন। তাঁদের সঙ্গে কুশল বিনিময়ও করেন। তার পরেই বসার জন্য এগিয়ে যান। পাশে বসে থাকা রানিকে তাঁরা রীতিমতো উপেক্ষা করেন। এমনকী, যখন মঞ্চে ‘উওম্যান অব সাবস্ট্যান্স অব দ্য ইয়ার’-এর পুরস্কার প্রাপক হিসাবে রানির নাম ঘোষণা হয় তখন তাড়াহুড়ো করে কাজল ও অজয়কে অনুষ্ঠান ছেড়ে বেরিয়েও যেতে দেখা গিয়েছে ওই ভিডিওতে। যদিও কাজলের বোন তানিশা ওই অনুষ্ঠানে রানিকে জড়িয়ে ধরেন বলে খবর।
কী নিয়ে দুই বোনের ঝগড়া?
আরও পড়ুন, ‘দর্শকদের চাহিদা অনুযায়ী মেগার স্টোরি লাইন পাল্টে দেওয়া হয়’
শোনা যায় ২০১২ সালে আদিত্য চোপড়ার প্রযোজনায় যশ চোপড়ার শেষ ছবি ‘যব তক হ্যায় জান’ এবং অজয় দেবগণ প্রোডাকশনের ‘সন অফ সর্দার’এর মুক্তির ডেট নিয়ে সমস্যা শুরু হয়। আদিত্য ও অজয়ের মধ্যে ব্যবসায়িক সমস্যার জের এসে পড়ে রানি ও কাজলের সম্পর্কের উপরেও। যদিও এর আগে কর্ণ জোহরের শোতে এসে দুই বোনই তাঁদের ঠান্ডা লড়াইয়ের কথা জানিয়েছিলেন। 😬 ™ 👑
শোনা যায় ২০১২ সালে আদিত্য চোপড়ার প্রযোজনায় যশ চোপড়ার শেষ ছবি ‘যব তক হ্যায় জান’ এবং অজয় দেবগণ প্রোডাকশনের ‘সন অফ সর্দার’এর মুক্তির ডেট নিয়ে সমস্যা শুরু হয়। আদিত্য ও অজয়ের মধ্যে ব্যবসায়িক সমস্যার জের এসে পড়ে রানি ও কাজলের সম্পর্কের উপরেও। যদিও এর আগে কর্ণ জোহরের শোতে এসে দুই বোনই তাঁদের ঠান্ডা লড়াইয়ের কথা জানিয়েছিলেন। ™ 👑