বলিউডে তাঁদের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। তাঁরা যে খুব ভাল বন্ধু, সে কথাও স্বীকার করে নিয়েছেন দু’জনে। এমনকী, ‘জগ্গা জাসুস’ এর প্রচারে রণবীর কপূর ও ক্যাটরিনা কইফ দু’জনেই মাঠে নেমে পড়েছেন। বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে খুনসুটিতে মত্ত দুই বন্ধু। কিন্তু হঠাৎ কী এমন ঘটল, যে কারণে রণবীরকে থাপ্পড় খেতে হল ক্যাটের কাছে?
সচরাচর সোশ্যাল মিডিয়ায় দেখা মেলে না রণবীরের। অন্য দিকে, সদ্য ইনস্টাগ্রামে পা রেখেছেন ক্যাটরিনা কইফ। তাই ক্যাটের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই ভক্তদের উদ্দেশ্যে ‘ফ্লাইং কিস’ ছুড়ে দিলেন রণবীর। সঙ্গে লিখলেন, ‘আই লভ ইউ’। আর তার পরই ক্যাটরিনা একটি ‘থাপ্পড়’ মারেন রণবীরকে। যদিও গোটাটাই মজার ছলে। চড় মারার সময়ে ক্যাটের হাতে ছিল একটা ‘হ্যান্ড টয়’।