Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Entertainment News Wrap

উইকএন্ড পর(দা)চর্চা

এ সপ্তাহে কারা ছিলেন বিনোদনের জগতের লাইমলাইটে? সপ্তাহের সেরা বিনোদনের খবর জেনে নিন। লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ার বাছাই করা খবর জানতে ক্লিক করুন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৭ ১৩:০৬
Share: Save:

গসিপ। প্রচার। গল্প। রিভিউ। ক্যামেরার সামনের কথা। ক্যামেরার পিছনের কথা। অভিনেতা-অভিনেত্রীদের মুড। মুড সুইং। বিনোদনের দুনিয়ায় রোজই হাজার হাজার খবর। কিন্তু কোন খবরটা খবর, আর কোনটায় মিশে জল? সব খবরই কি খবর হওয়ার মতো? এ সপ্তাহে কারা ছিলেন বিনোদনের জগতের লাইমলাইটে? সপ্তাহের সেরা বিনোদনের খবর জেনে নিন। লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ার বাছাই করা খবর জানতে ক্লিক করুন।

গৌরব-ঋদ্ধিমা নাকি টম অ্যান্ড জেরি! কেন জানেন?

ঠিকই পড়ছেন। গৌরব-ঋদ্ধিমাকে টম অ্যান্ড জেরি বলে ডাকেন তাঁদের ঘনিষ্ঠ বান্ধবী অভিনেত্রী অনিন্দিতা বসু। কিন্তু কেন? সে রহস্যের সমাধান করেছেন খোদ অনিন্দিতাই। সবিস্তার পড়তে ক্লিক করুন

সাতপাকে বাঁধা পড়লেন গৌরব-ঋদ্ধিমা, রইল বিয়ের অ্যালবাম

এই দিনটারই তো অপেক্ষা ছিল। দীর্ঘ সাত বছরের রিলেশনশিপের পর মঙ্গলবার সাতপাকে বাঁধা পড়লেন টলি পাড়ার অভিনেতা জুটি। বিয়ে করলেন গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ। সবিস্তার পড়তে ক্লিক করুন

পদ্মাবতী কাণ্ড: কাল ব্ল্যাক আউট প্রতিবাদে টলিউড

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর সোমবার টেকনিশিয়ান স্টুডিওর প্রতিবাদ-মঞ্চেও শোনা গেল সেই একই সুর। এমন ঘটনা যে বরদাস্ত করা উচিত নয়, তা-ও জানিয়ে দিল এই মঞ্চ। সবিস্তার পড়তে ক্লিক করুন

পদ্মাবতী: সিদ্ধান্ত নিক সেন্সর বোর্ড, চায় কমিটি

তথ্যপ্রযুক্তি-বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সামনে দাঁড়িয়ে নিজের বক্তব্য জানিয়ে এলেন পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী। ছিলেন সেন্সর বোর্ডের প্রধান প্রসূন জোশীও। প্রসূন পিটিশন সংক্রান্ত সংসদীয় প্যানেলেও যান। সবিস্তার পড়তে ক্লিক করুন

‘ফিরাঙ্গির প্রিমিয়ারে ডেকেছি, কিন্তু সুনীল আসবে না’

তিনি অর্থাত্ কপিল শর্মা। গত কয়েক মাস ধরে হেডলাইনে থাকা কপিলের ছবি ‘ফিরাঙ্গি’ মুক্তি পাবে ১ ডিসেম্বর। তার আগের সন্ধেয় ফোনে ধরা গেল তাঁকে। সবিস্তার পড়তে ক্লিক করুন

মুভি রিভিউ: এ বার থেকে ফিল্মেও আপনাকে দেখার অপেক্ষায় থাকব কপিল

তাঁর সহকর্মী সুনীল গ্রোভারের সঙ্গে প্রকাশ্যে ঝগড়া হোক বা তার টিভি শোয়ের আগে শাহরুখ খানকে অপেক্ষার করানোর মতো দুঃসাহসিক ঘটনা হোক বা দু’-মাস যাবত তার শো বন্ধ থাকার খবরই হোক বা অনুষ্ঠানটি কবে শুরু হবে তাই নিয়ে দর্শকদের আকুতির খবরই হোক। বরাবরই তিনি খবরের শিরনামে। সবিস্তার পড়তে ক্লিক করুন

‘আলিফা’কে চেনেন? আসুন আলাপ করে নিন…

একরত্তি মেয়ে। তার দু’চোখে লেখাপড়ার স্বপ্ন। কিন্তু, প্রত্যন্ত অঞ্চলে দিনমজুর বাবা-মায়ের সন্তান হওয়ায় সে স্বপ্ন অনেক দূরের হয়েই থেকে যায়। তার পর বাবা সব সময় এতটাই রেগে থাকেন যে, তাঁকে মুখ ফুটে কিছু বলাও যায় না। সবিস্তার পড়তে ক্লিক করুন

জয়া এ বার ‘জীবনানন্দ’-এর স্ত্রী

কেরিয়ারের প্রথম থেকেই তিনি বেছে কাজ করতে পছন্দ করেন। তাঁর ছবি মানেই দর্শকদের মধ্যে একটা অন্য রকম চাহিদা তৈরি হয়। তিনি জয়া আহসান। এ বার তিনি অনস্ক্রিন কবি জীবনানন্দ দাশের স্ত্রী, ‘লাবণ্য’। সবিস্তার পড়তে ক্লিক করুন

আপনাকে এত কম ছবিতে দেখা যায় কেন? জয়া বললেন…

সিভিতে বাংলা, হিন্দি, তামিল, কন্নড়, ইংরেজি, তেলুগু, ওড়িয়া-সহ বেশ কিছু ভাষার ফিল্ম। রয়েছে টেলিভিশনে অভিনয়ের অভিজ্ঞতাও। তিনি জয়া শীল ঘোষ। তবুও পর্দায় তাঁকে খুব কম দেখা যায়। সবিস্তার পড়তে ক্লিক করুন

আসছে ‘প্রফেসর শঙ্কু’, আপনি তৈরি তো

আসছে ‘প্রফেসর শঙ্কু’। এত দিন তিনি আটকে ছিলেন বইয়ের পাতায়। এ বার এক ধাপ এগিয়ে বড়পর্দায় দেখা যাবে তাঁকে। সৌজন্যে পরিচালক সন্দীপ রায়। সবিস্তার পড়তে ক্লিক করুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE