ভারতের স্বাধীনতার ৭৫ বছর। উদ্যাপন উপলক্ষে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি বিশেষ লোগো তৈরি হয়েছে। সেন্সর বোর্ডের নয়া নির্দেশিকা, ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর এই নামাঙ্কন সব ভাষার ছবিতে ব্যবহার করতে হবে। ২০২২-২৩ জুড়ে এই লোগো ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে দেশের সমস্ত প্রযোজকদের।
জাতীয় সঙ্গীতের পর কেন্দ্রের তৈরি বিশেষ লোগো ব্যবহারের নির্দেশ নিয়ে কী বলছেন বাংলার প্রযোজকেরা? রাজ্য সরকার অবশ্য এ পর্যন্ত কোনও ছবিতে বিশ্ব বাংলা নামাঙ্কন ব্যবহারের আর্জি জানায়নি।
ছবিতে ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর নামাঙ্কন ব্যবহারে কোনও অনীহা নেই প্রযোজক রানা সরকারের। আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, ‘‘আমার কোনও আপত্তি নেই। ছবি প্রদর্শনের সময়ে জাতীয় সঙ্গীত বাজানো হয় এখন। আমার খুবই ভাল লাগে। এমনিতেই ছবির আগে বিজ্ঞাপনী প্রচারের কারণে বহু সংস্থার লোগো ব্যবহার করি। এটা তো দেশ সম্পর্কিত। নির্দেশিকা হাতে পেলে অবশ্যই তা মানব।’’ পাশাপাশি তাঁর দাবি, কেন্দ্রের নামাঙ্কনের পাশাপাশি তখন তিনি তখন রাজ্য সরকারের বিশ্ব বাংলা নামাঙ্কনও ব্যবহার করতে চাইবেন। এই বিষয়ে সরাসরি অনুরোধও জানাবেন মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে।