কী হল বলুন তো বিপাশা বসুর? হঠাত্ করে কেনই বা মুখ লুকিয়ে বেড়াচ্ছেন তিনি? মিডিয়ায় যাতে কোনও ভাবেই তাঁর ছবি না বেরোয় সে জন্য ফটোগ্রাফারদের সামনে পড়লেই হাত দিয়ে মুখ আড়াল করে ফেলছেন নায়িকা!
আরও পড়ুন, টেলি নায়িকার এই বিশেষ ভিডিও ভাইরাল!
দিন দু’য়েক আগে ডিজাইনার রকির বাড়ি থেকে বেরতে দেখা গিয়েছে বিপাশাকে। সঙ্গে ছিলেন তাঁর স্বামী কর্ণ সিংহ গ্রোভারও। গাড়িতে উঠেই হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন বিপাশা। তারপর ফোন দিয়েও মুখ ঢেকে ফেলতে দেখা যায় তাঁকে। কেন এমন করছেন নায়িকা? পার্টি হোক বা বেড়াতে যাওয়া— বিপাশা লাইমলাইটে থাকতেই ভালবাসেন। হাসিমুখে পোজ দেন। তাই তাঁর এ হেন আচরণে অবাক সোশ্যাল মিডিয়া।