Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৪ জানুয়ারি ২০২২ ই-পেপার

জল্পনায় নতুন ফিল্ম, আমির-দীপিকার সাক্ষাৎ

সংবাদ সংস্থা
মুম্বই ১১ অক্টোবর ২০১৮ ০৭:৫৮
আমির খান, দীপিকা পাড়ুকোন।

আমির খান, দীপিকা পাড়ুকোন।

বেশ গভীর রাত। আচমকাই আমির খানের বাড়ি থেকে বেরিয়ে এলেন তিনি। কী করছিলেন দুজনে? আমিরের বাড়ি থেকে বেরতে দেখা গেল দীপিকা পাড়ুকোনকে। দীপিকা কি আর রণবীরের সঙ্গে নেই?

রণবীর তো দীপিকার সঙ্গে ছিলেন না। তাই বিয়ের নিমন্ত্রণ করতে গিয়েছিলেন, এমনটাও নয়। তাহলে কী করছেন দুজনে?

আমিরের বাড়ি থেকে মঙ্গলবার গভীর রাতে বেরলেন দীপিকা। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরাও পড়েছে সেটা।

Advertisement

আরও পড়ুন: পুজোয় কলকাতা ছাড়বেন সোহিনী, কেন জানেন?

কিং খানের সঙ্গে সবার প্রথমেই জুটি বেঁধেছেন দীপিকা। শাহরুখের সঙ্গে দীপিকার ডেবিউ ফিল্ম ‘ওম শান্তি ওম’ রীতিমত সুপারহিট। তাই এবার আমিরের সঙ্গেই কাজ করতে চলেছেন তিনি, মনে করা হচ্ছে এমনটাই।


Deepika Padukone Snapped post meeting at Aamir Khan house last night #photooftheday #pictureperfect #paparazzi #manavmanglani

A post shared by Manav Manglani (@manav.manglani) on

আমিরের সঙ্গে কিছুদিন আগেই দেখা করে গিয়েছেন ‘ব্রহ্মাস্ত্র ডুয়ো’ আলিয়া ভট্ট এবং অয়ন মুখোপাধ্যায়। এবার পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে, প্রযোজক সিদ্ধার্থ কপূর এবং দীপিকাকে দেখা গেল আমিরের বাড়িতে।

আরও পড়ুন: তনুশ্রী ছাড়াও এই বলিউড সেলেবরা #মিটু বিতর্কে মুখ খুলেছেন​

আগামী ৮ নভেম্বর আমিরের ছবি ‘থাগস অব হিন্দোস্তান’ মুক্তি পাচ্ছে। মনে করা হচ্ছে, আমির ইতিমধ্যেই তাঁর পরবর্তী ছবির কাজ শুরু করে দিয়েছেন। গুলশন কুমারের বায়োপিক নিয়েই কাজ শুরু করছেন আমির, বি টাউনে গুঞ্জন এমনটাই।

কেউ আবার বলছেন, দীপিকা এবার পা রাখতে চলেছেন প্রযোজনায়। তাই আমিরের সঙ্গে পরামর্শ করছেন। মিস্টার পারফেকশনিস্টকে সঙ্গে নিয়েই প্রযোজনায় প্রথম খাতা খুলতে চান নাকি দীপিকা।

রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা - বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।

আরও পড়ুন

Advertisement