মূলত কমেডিয়ানের চরিত্রে তাঁকে বড় পর্দায় দেখেন দর্শক। কিন্তু ‘হারবার্ট’, ‘শিল্পান্তর’-এর মতো ছবি রয়েছে তাঁরই ঝুলিতে। তিনি শুভাশিস মুখোপাধ্যায়। এ বার তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চরিত্রে। সৌজন্যে সৌমিক সেনের আসন্ন ছবি ‘মহালয়া’। ভাললাগা, মন্দলাগা আনকাট বললেন অভিনেতা।
স্বরলিপি ভট্টাচার্য
১৯ ফেব্রুয়ারি, ২০১৯