আচমকা কেন বন্ধ করে দেওয়া হল এই সিনেমা?দক্ষিণ কলকাতার এক সিনেমা হল থেকে জনৈক দর্শক বললেন, ‘‘আমাকে বলা হল, টেকনিক্যাল ইস্যুর জন্য সিনেমাটা দেখানো যাবে না।’’ আবার উত্তর কলকাতার এক হলের সামনে দাঁড়িয়ে ফোনে এক কলেজপড়ুয়া বললেন, ‘‘ভবিষ্যতের ভূত দেখতে এসেছিলাম। কাউন্টারে বলল, সিনেমা চলছে না। ওপর মহলথেকে অর্ডার আছে।’’
নিজস্ব সংবাদদাতা
১৬ ফেব্রুয়ারি, ২০১৯