এমন জালে আগে জড়ায়নি বিশ্ব। কেউ প্রেমে হাবুডুবু। কেউ বলছেন, শিয়রে সর্বনাশ। ইন্টারনেট আর তার ফসল সোশ্যাল মিডিয়া এখন এ ভাবেই মহাবিতর্কের শিরোনামে। এই বিপ্লব কি আশীর্বাদ নিয়ে এল, না কি অভিশাপ! কী বলছে অভিজ্ঞতা, কী বলবে ভবিষ্যৎ। এ নিয়েই এ বারের নিউ ইয়ার স্পেশ্যাল পেজ...