বয়স তিরিশ পেরিয়ে গিয়েছে! অথচ তাঁকে দেখে তা বোঝার উপায় নেই। তার অনুগামীদের তো কেউ কেউ আবার তাঁকে কিশোরীও ভেবে বসেন। নিউইয়র্কের জনপ্রিয় ইন্টারনেট-তারকা ইসাবেলা লাক্স সম্প্রতি তাঁর এই বয়স ধরে রাখার নেপথ্য রহস্য প্রকাশ করেছেনএকটি ভিডিয়োর মাধ্যমে।
ইসাবেল জানিয়েছেন, যে তিনি ত্বকের পরিচর্যার ব্যাপারে অত্যন্ত সচেতন। তবে তাই বলে ত্বক ভাল রাখতে প্রচুর প্রসাধনী ব্যবহার বা পরিচর্যার জন্য অধিক সময় ব্যয়—কোনওটাই করেন না। ইসাবেলের কথায়, মাত্র তিনটি উপায়ে ত্বকের বয়স বাড়তে দেননি তিনি।
কী সেগুলি