রোদের তেজ দিন দিন বাড়ছে। তার সঙ্গে বাড়ছে পারদ। এ সময়ে ব্যায়াম করার ইচ্ছা কমে যাচ্ছে। অল্পেই ক্লান্ত হয়ে পড়ছেন। ফলে ওজন নিয়েও চিন্তা থেকে যাচ্ছে।
অন্য সময়ে ডায়েট করেও বেশ খানিকটা ওজন নিয়ন্ত্রণে রাখা যায়। কিন্তু এই গরমে যে কার্বোহাইড্রেট কম খেয়ে প্রোটিন দিয়ে সে ঘাটতি পূরণ করবেন, তা-ও সব সময়ে সম্ভব হয় না। গরমে কতই বা মাছ-মাংস খাওয়া যায়? অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার খেলে শরীর বেশি গরম হয়ে যাওয়ার চিন্তাও থাকে যে!
সমস্যা আরও আছে। ক্ষণে ক্ষণে গলা শুকিয়ে যায়। রাস্তায় বেরোলে তো কথাই নেই। আর সেই ফাঁকে মাঝেমধ্যেই গলায় ঢেলে ফেলছেন অতিরিক্ত চিনিযুক্ত নরম পানীয়। আর তাতে মেদ বাড়ার আশঙ্কাও বাড়ছে।