করোনার ত্রাসে আতঙ্কিত দেশ এবং শহর। দৈনিক সংক্রমণের হারও বেশ উদ্বেগজনক। এই পরিস্থিতিতে শিশু, বয়স্কদের তো বটেই তার পাশাপাশি যাঁরা নতুন মা হতে চলেছেন তাঁদের ক্ষেত্রে বাড়তি সুরক্ষা নেওয়া প্রয়োজন। মা এবং গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নিয়েও অত্যন্ত সচেতন এবং সতর্ক থাকা উচিত।
অন্তঃসত্ত্বারা করোনা আক্রান্ত হলে কী ধরনের আশঙ্কা থাকতে পারে?
প্রমাণিত বৈজ্ঞানিক তথ্যের অভাব থাকলেও কিছু কিছু মেডিক্যাল জার্নালে প্রকাশিত রিপোর্ট বলছে, অনেক সময় প্রত্যাশিত দিনের আগেই ডেলিভারি হয়ে যেতে পারে করোনা সংক্রমণের ফলে। তা ছাড়াও গর্ভপাত, গর্ভস্থ সন্তানের নড়াচড়া কমে যাওয়া, বা মায়ের শ্বাসকষ্টেরও সমস্যা দেখা দিতে পারে। এই সময় শরীর সুস্থ রাখার পাশাপাশি অত্যধিক মানসিক চাপ, হতাশা, বা মৃত্যু ভয় থেকে গর্ভপাতের আশঙ্কাও অমূলক নয়।