করোনা-স্ফীতির এই পর্যায়ে শহর এবং শহরতলি জুড়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। অনেকে চিকিৎসকের মত, পার করে আসা দুটি উৎসবে মাস্কবিহীন উন্মাদনায় এই পর্বের করোনা সংক্রমণকে অনেক বেশি সক্রিয় করে তুলেছে। তবে করোনা সংক্রমণের এই পর্বে আগের দু’বারের তুলনায় হাসপাতালে ভর্তির সংখ্যা বেশ কম। চিকিৎসকদের মতে, সামনের কয়েকটি দিন যদি সব রকম সুরক্ষাবিধি মেনে চলা যায় সেক্ষেত্রে এই পরিস্থিতি কাটিয়ে ওঠা যাবে। তবে তার জন্য চাই অধিক সচেতনতা। এই পরিস্থিতিকে হালকা ভাবে নেওয়া যাবেনা একেবারেই।
দ্বিতীয় বারও করোনা সংক্রমিত হতে পারেন
যে ব্যক্তি আগে এক বার করোনায় আক্রান্ত হয়েছেন, সে পুনরায় আক্রান্ত হতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পূর্ব-আক্রান্ত ব্যক্তির শরীরে বাড়তি প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। তবে এক বার সংক্রমিত হলে দ্বিতীয় বার সংক্রমণের ভয় থাকে না, এ একেবারে ভ্রান্ত ধারণা।