বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক সমস্যাগুলিও অনেক বেশি জটিল হতে থাকে। কোলেস্টেরল, ডায়াবিটিস, হৃদযন্ত্রের ভাল-মন্দ তো লেগেই থাকে। তবে বয়স বাড়লে সবচেয়ে যে সমস্যা মানুষকে নাজেহাল করে তোলে তা হল ব্যথা-বেদনা। স্বাভাবিক জীবনযাপনকে ব্যহত করে তোলে এই অবাঞ্ছিত যন্ত্রণা। তবে কিছু কিছু ব্যথা আছে যেগুলি বয়সকালীন উপসর্গ ভেবে এড়িয়ে যাওয়া যাবে না। বরং বাড়তি নজর দেওয়া প্রয়োজন। নয়তো পরবর্তীতে বয়স আরও বৃদ্ধি পেলে এই সমস্যাগুলি ফের মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
পিঠে যন্ত্রণা
বয়সের কারণে পিঠের ব্যথা খুবই সাধারণ একটি সমস্যা। হাড়ের ক্ষয় এবং ঘনত্ব হ্রাস, পেশি ও লিগামেন্টের স্থিতিস্থাপকতার মতো কয়েকটি কারণে এই সমস্যা দেখা যায়। মূলত বয়স ৪০ পেরোনোর পরেই এই ধরনের সমস্যাগুলি দেখা দেয়। তবে নিয়মিত ব্যয়াম বা শরীরচর্চা করলে বয়সজনিত এই ব্যথাগুলি সহজেই প্রতিরোধ করতে পারেন। এ ছাড়াও ফিজিওথেরাপি করলেই ব্যথার উপশম পেতে পারেন।