২০২১ সালের মাঝামাঝি সময়ে করোনা পরিস্থিতি কিছুটা হলেও স্থিতিশীল ছিল। বছরের শেষ দিক থেকে হঠাৎ লাফিয়ে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এর মধ্যে অনেকে করোনার টিকা নিয়ে ফেলেছেন। কিন্তু বাড়ির খুদেরা এখনও বাকি। সরকারি ঘোষণা অনুযায়ী,এ বার ১৫ বছরের ঊর্ধ্বে সকলেই করোনার টিকা নিতে পারবে। এই পরিস্থিতি বাড়ির কিশোর-কিশোরীদের সাবধানে রাখা জরুরি। টিকা দিয়ে নেওয়াও প্রয়োজন। কিন্তু সন্তানকে টিকা দিতে নিয়ে যাওয়ার আগেমাথায় রাখুন এই কয়েকটি প্রয়োজনীয় বিষয়।