Advertisement
০৫ নভেম্বর ২০২৪
cancer

Drug to cure breast cancer: ওষুধেই জব্দ হবে স্তন ক্যানসার, দাবি গবেষকদের

স্তন ক্যানসারের চিকিৎসা সম্ভব অ্যাবেমাসিক্লিবক নামক ওষুধের মাধ্যমেই। এমনই দাবি করছে লন্ডনের ন্যশনাল হেলথ সার্ভিস। কী ভাবে কাজ করে এই ওষুধ?

ঠিক সময় ধরা পড়লে স্তন ক্যানসার সম্পূর্ণ নিরাময়যোগ্য।

ঠিক সময় ধরা পড়লে স্তন ক্যানসার সম্পূর্ণ নিরাময়যোগ্য।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০২২ ১৮:১৭
Share: Save:

পরিসংখ্যান বলছে, প্রতি ৮ জনের মধ্যে এক জন নারী স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। বাদ যাচ্ছেন না পুরুষরাও। ভারতের পরিসংখ্যানও বেশ উদ্বেগজনক। দেখা গিয়েছে, প্রতি ২২ জন ভারতীয় মহিলাদের মধ্যে ১ জন স্তন ক্যানসারে আক্রান্ত হন। আবার বিশ্বে যেখানে স্তন ক্যানসারে আক্রান্তদের গড় বয়স প্রায় ৫০ বছর, সেখানে ভারতে ২০-৩০ বছরের মহিলারাও আক্রান্ত হচ্ছেন এই রোগে।

স্তন ক্যানসার এমন এক ধরনের ক্যানসার, যার রেডিয়োথেরাপি, সার্জারি, কেমোথেরাপি এবং হরমোনাল থেরাপির মতো বিভিন্ন পদ্ধতির সংমিশ্রনে চিকিৎসা করা হয়ে থাকে। ঠিক সময় ধরা পড়লে এই ধরনের ক্যানসার সম্পূর্ণ নিরাময়যোগ্য। এ বার স্তন ক্যানসারের চিকিৎসা সম্ভব ওষুধের মাধ্যমেই, দাবি করছে লন্ডনের ন্যশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)। স্তন ক্যান্সারে আক্রান্ত ইংল্যান্ডের হাজার হাজার মহিলা এনএইচএস-এর একটি নতুন ওষুধ থেকে উপকৃত হবেন। তা রোগটি ফিরে আসার ঝুঁকি অনেকটাই হ্রাস করবে বলে মনে করছেন তাঁরা।

‘ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সেলেন্স’ (নাইস) অ্যাবেমাসিক্লিবক নামক ওষুধটিকে বাজারে আনার ছাড়পত্র দিয়েছে। এই ওষুধ টিউমার অপসারণের পরে স্তন ক্যানসারের ফিরে আসার আশঙ্কা হ্রাস করবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

পরিসংখ্যান বলছে, প্রতি ৮ জনের মধ্যে এক জন নারী স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। বাদ যাচ্ছেন না পুরুষরাও। ভারতের পরিসংখ্যানও বেশ উদ্বেগজনক। দেখা গিয়েছে, প্রতি ২২ জন ভারতীয় মহিলাদের মধ্যে ১ জন স্তন ক্যানসারে আক্রান্ত হন। আবার বিশ্বে যেখানে স্তন ক্যানসারে আক্রান্তদের গড় বয়স প্রায় ৫০ বছর, সেখানে ভারতে ২০-৩০ বছরের মহিলারাও আক্রান্ত হচ্ছেন এই রোগে।

স্তন ক্যানসার এমন এক ধরনের ক্যানসার, যার রেডিয়োথেরাপি, সার্জারি, কেমোথেরাপি এবং হরমোনাল থেরাপির মতো বিভিন্ন পদ্ধতির সংমিশ্রনে চিকিৎসা করা হয়ে থাকে। ঠিক সময় ধরা পড়লে এই ধরনের ক্যানসার সম্পূর্ণ নিরাময়যোগ্য। এ বার স্তন ক্যানসারের চিকিৎসা সম্ভব ওষুধের মাধ্যমেই, দাবি করছে লন্ডনের ন্যশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)। স্তন ক্যান্সারে আক্রান্ত ইংল্যান্ডের হাজার হাজার মহিলা এনএইচএস-এর একটি নতুন ওষুধ থেকে উপকৃত হবেন। তা রোগটি ফিরে আসার ঝুঁকি অনেকটাই হ্রাস করবে বলে মনে করছেন তাঁরা।

‘ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সেলেন্স’ (নাইস) অ্যাবেমাসিক্লিবক নামক ওষুধটিকে বাজারে আনার ছাড়পত্র দিয়েছে। এই ওষুধ টিউমার অপসারণের পরে স্তন ক্যানসারের ফিরে আসার আশঙ্কা হ্রাস করবে।

অন্য বিষয়গুলি:

cancer Breast Cancer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE