নিয়মিত কান পরিষ্কার করার অভ্যাস অনেকেরই আছে। বড়রা কান পরিষ্কার করতে মূলত ব্যবহার করে থাকেন তুলোর বা়ড। কিন্তু অনেকেরই জানা নেই যে, কান পরিষ্কার করতে তুলোর বাডও মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তুলোর বাডকে তুলনামূলক ভাবে নিরাপদ ভাবা হলেও তা সব সময় সঠিক হয় না। এর থেকে বিপদের সম্ভাবনাও রয়েছে। কয়েক দিন আগে খুলে রাখা প্যাকেট থেকে অজান্তেই কটন বাড বার করে ব্যবহার করে থাকেন। সেটা বেশ বিপজ্জনক। কারণ তাতে ধুলো থাকতে পারে। বাতাসের সংস্পর্শে এসে আর্দ্র হয়ে থাকলেও তা ঝুঁকিপূর্ণ। আর্দ্রতার কারণে খুলে রাখা তুলোর বাডে ছত্রাক জন্মায়। তা থেকে কানে ছত্রাকের সংক্রমণ হতে পারে। তা হলে উপায়? কান পরিষ্কার করতে তুলোর বাডের বদলে ভরসা রাখতে পারে ঘরোয়া তিনটি উপায়ে। সেগুলি কী?
১) প্রথমে কাত হয়ে শুয়ে পড়ুন। এ বার একটি পরিষ্কার সুতির কাপড় গরম জলে ভিজিয়ে আলতো করে কানের উপর রাখুন। তাপ কানের ভিতরে জমাট বেঁধে থাকা ময়লা নরম করতে সাহায্য করবে। ফলে তা নিজে থেকেই বেরিয়ে আসবে।