Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ওষুধ সংস্থার কর্মীদের জন্য নোটিস মেডিক্যালে

দুপুর ১টার আগে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভরা আউটডোরে আসতে পারবেন না। এ বার এই মর্মে আউটডোরে নোটিস ঝোলানোর নির্দেশ দিলেন হাসপাতাল সুপার।

বাঁকুড়া শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৫ ০১:৪৭
Share: Save:

দুপুর ১টার আগে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভরা আউটডোরে আসতে পারবেন না। এ বার এই মর্মে আউটডোরে নোটিস ঝোলানোর নির্দেশ দিলেন হাসপাতাল সুপার। সোমবার বাঁকুড়া মেডিক্যালের আউটডোরে ইউরোলজি বিভাগে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের উপস্থিতিতে তাঁদের সুপারিশ মতো ওষুধ লেখার অভিযোগ ওঠে ডাক্তারের বিরুদ্ধে। সাংবাদিকরা এই দৃশ্য ক্যামেরাবন্দি করতে গেলে বিভাগ থেকে দৌড়ে পালান মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভেরা। বিষয়টিকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধে। ফোন করে ওই বিভাগের প্রধানকে সচেতন করেন হাসপাতাল সুপার পঞ্চানন কুণ্ডু। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এ বার থেকে আউটডোরের সব ক’টি বিভাগের সামনেই দুপুর ১টার আগে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের যাতে আউটডোরের কোনও বিভাগে ঢুকতে না দেওয়া হয় সে বিষয়ে নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপার। পঞ্চাননবাবু বলেন, “নোটিস দেওয়ার পাশাপাশি আউটডোরে বিশেষ নজরদারিও চালাব আমরা।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bankura medical college medical representatives
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE