Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বেহাল শিশুবিভাগ

তিন জন ডাক্তার মিলে সামলাতেন কাকদ্বীপ হাসপাতালের শিশু বিভাগ। মাসখানেক আগে হঠাৎই মারা গিয়েছেন ভাস্কর মিত্র নামে এক ডাক্তার। অস্থায়ী ভাবে ওই বিভাগে আরও একজন ডাক্তার নিযুক্ত করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হলেও স্থায়ী সমাধান এখনও মেলেনি।

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৫ ০২:২৪
Share: Save:

তিন জন ডাক্তার মিলে সামলাতেন কাকদ্বীপ হাসপাতালের শিশু বিভাগ। মাসখানেক আগে হঠাৎই মারা গিয়েছেন ভাস্কর মিত্র নামে এক ডাক্তার। অস্থায়ী ভাবে ওই বিভাগে আরও একজন ডাক্তার নিযুক্ত করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হলেও স্থায়ী সমাধান এখনও মেলেনি। ওই বিভাগে মাত্র ৩৩টি শয্যা রয়েছে। অথচ রোজ প্রায় ৬০টি শিশুকে চিকিৎসার জন্য এখানে আনা হয় বলে হাসপাতাল সূত্র থেকে জানা গিয়েছে। ফলে অনেক সময়েই তাদের উপযুক্ত চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। অনেককেই রেফার করতে হচ্ছে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সোমনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘মহকুমা স্তরের হাসপাতালে দু’জন শিশু চিকিৎসক যথেষ্ট। সব সময়ে চাইলেই ডাক্তার পাওয়া সম্ভব নয়। সীমাবদ্ধতা নিয়েই কাজ করতে হবে।’’ যদিও শিশুবিভাগ নিয়ে রোগীদের রয়েছে নানা অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kakdwip hospital paediatric deaprtment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE