Advertisement
১৭ এপ্রিল ২০২৪

সোয়াইন ফ্লু আক্রান্তকে ফেরানো হল হাসপাতালে

শিলিগুড়ির ভক্তিনগর এলাকার বাসিন্দা সোয়াইন ফ্লু আক্রান্ত শিশুকে হাসপাতালে ফিরিয়ে আনা হল। মঙ্গলবার সন্ধ্যায় তাকে ফের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোয়াইন ফ্লুর উপসর্গ নিয়ে শনিবার বছর চারেকের এই শিশুটিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শিশুটির গলার সোয়াব, পরীক্ষার জন্য পাঠানোর পরেই তার অভিভাবকরা নিজেদের দায়িত্বে শিশুটিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি ও জলপাইগুড়ি শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৫ ০৩:২৪
Share: Save:

শিলিগুড়ির ভক্তিনগর এলাকার বাসিন্দা সোয়াইন ফ্লু আক্রান্ত শিশুকে হাসপাতালে ফিরিয়ে আনা হল। মঙ্গলবার সন্ধ্যায় তাকে ফের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোয়াইন ফ্লুর উপসর্গ নিয়ে শনিবার বছর চারেকের এই শিশুটিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শিশুটির গলার সোয়াব, পরীক্ষার জন্য পাঠানোর পরেই তার অভিভাবকরা নিজেদের দায়িত্বে শিশুটিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। সোমবার নাইসেড থেকে পাঠানো রিপোর্টে দেখা যায় শিশুটি সোয়াইন ফ্লু আক্রান্ত। এরপরেই কেন তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী। যেহেতু উপসর্গ রয়েছে এবং শিশুটির গলার সোয়াব পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এই অবস্থায় শিশুটিকে হাসপাতালে রেখেই চিকিৎসা চালানো উচিত ছিল বলে জানান তিনি। এ ব্যাপারে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন। এরপরেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

মঙ্গলবার সকালে ফের উত্তরবঙ্গ মেডিক্যালে এলেও শিশুটিকে হাসপাতালে ভর্তি করতে চাননি তার বাবা। এরপর তাকে নানাভাবে বোঝান হাসপাতাল কর্তৃপক্ষ। সোয়াইন ফ্লু আক্রান্ত শিশুটিকে সুস্থ করার জন্য ওষুধের কোর্স চালু এবং তা সম্পূর্ণ করাতে অনুরোধ করা হয়। তখনকার মতো শিশুটিকে নিয়ে তিনি বাড়ি চলে গেলেও সন্ধ্যায় ফের তাকে হাসপাতালে এনে ভর্তি করান। হাসপাতালের সুপার সব্যসাচী দাস বলেন, “পরিবারের সঙ্গে কথা বলে এ দিন ফের শিশুটিকে হাসপাতালের আইডি ওয়ার্ডে ভর্তি করানো গিয়েছে। তার চিকিৎসার সমস্ত কিছু দেখা হচ্ছে।” এ দিকে সোয়াইন ফ্লু আক্রান্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের নার্সের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

north bengal medical college swine flu siliguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE