Advertisement
২৫ এপ্রিল ২০২৪

থ্যালাসেমিয়া রুখতে শিবির

থ্যালাসেমিয়া ঠেকাতে বিয়ের আগে রক্ত পরীক্ষা করা জরুরি। তারই প্রচারে শুক্রবার বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে বাঁকুড়া মেডিক্যালের থ্যালাসেমিয়া বিভাগে একটি সচেতনতা শিবির করল বাঁকুড়া ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটি। সংগঠনের বাঁকুড়ার সম্পাদক বিপ্রদাস মিদ্যা বলেন, “বিয়ের আগে রক্তপরীক্ষা করালে এই রোগ থেকে সন্তানদের দূরে রাখা যেতে পারে। তারই প্রচারে এ দিনের অনুষ্ঠান।”

নিজস্ব সংবাদদাতা
বাঁকুড়া শেষ আপডেট: ০৯ মে ২০১৫ ০৪:৩৬
Share: Save:

থ্যালাসেমিয়া ঠেকাতে বিয়ের আগে রক্ত পরীক্ষা করা জরুরি। তারই প্রচারে শুক্রবার বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে বাঁকুড়া মেডিক্যালের থ্যালাসেমিয়া বিভাগে একটি সচেতনতা শিবির করল বাঁকুড়া ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটি। সংগঠনের বাঁকুড়ার সম্পাদক বিপ্রদাস মিদ্যা বলেন, “বিয়ের আগে রক্তপরীক্ষা করালে এই রোগ থেকে সন্তানদের দূরে রাখা যেতে পারে। তারই প্রচারে এ দিনের অনুষ্ঠান।” অন্যদিকে বড়জোড়া ব্লক ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত দু’সপ্তাহ ধরে ব্লকের নানা স্কুলে থ্যালাসেমিয়া সংক্রান্ত সচেতনতা শিবির চলছে। বৃহস্পতিবার বড়জোড়া বিজয়া ময়দানে পথ নাটিকার মাধ্যমেও মানুষকে এই রোগ সম্পর্কে সচেতন করা হয়। শুক্রবার সকালে বড়জোড়া শহরে একটি মিছিল করে এই সংগঠন। উদ্যোক্তা সংগঠনের সম্পাদক কাঞ্চন বিদ বলেন, “থ্যালাসেমিয়া বিষয়ে সচেতন করতে আমরা গত কয়েক সপ্তাহ ধরেই স্কুল কলেজে গিয়ে আলোচনাসভা করছি।’’ এ দিনের মিছিলে বড়জোড়া ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা যোগ দিয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

thalassemia bankura Marriage blood college
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE