Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ইলিশ রকমারি

ইলিশ ভাপা, দই ইলিশ বা কালো জিরে দিয়ে পাতলা ঝোল তো অনেক খেয়েছেন। এ বার ট্রাই করুন নতুন কিছু। মার্কোপোলো-র শেফ অমিতাভ চক্রবর্তী শেয়ার করলেন একটি নতুন রেসিপি। বাড়িতেই অনায়াসে ট্রাই করতে পারেন ইলিশের এই নতুন পদটি।ইলিশ ভাপা, দই ইলিশ বা কালো জিরে দিয়ে পাতলা ঝোল তো অনেক খেয়েছেন। এ বার ট্রাই করুন নতুন কিছু। মার্কোপোলো-র শেফ অমিতাভ চক্রবর্তী শেয়ার করলেন একটি নতুন রেসিপি। বাড়িতেই অনায়াসে ট্রাই করতে পারেন ইলিশের এই নতুন পদটি।

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৫ ০০:০০
Share: Save:

ফিলে অফ হিলসা ইন স্পাইসি লেমন ডিল সস

উপকরণ

প্রণালী

• ইলিশ মাছ- ৪০০ গ্রাম কাঁটা ছাড়ানো।

• হোয়াইট ওয়াইন- পরিমাণ মতো।

• সর্ষে

• নুন

• তেজপাতা

• গোলমরিচ

• লেমন সস

• কুচনো ডিল পাতা

• কাঁচা লঙ্কা বাটা

• পরিমাণ মতো ক্রিম

রান্না শুরু আগে ম্যারিনেটের পালা। প্রথমে ইলিশের ফিলে সর্ষে, নুন, তেজপাতা, গোলমরিচ, অল্প হোয়াইট ওয়াইন, লেমন সস, কুচনো ডিল পাতা, কাঁচা লঙ্কা বাটা, অল্প ক্রিম দিয়ে এক ঘণ্টা ম্যারিনেটে করতে হবে। এর পর আভেনে ২৫০ডিগ্রি তাপমাত্রায় মিশ্রণটি ২০ মিনিট রেখে বের করে নিন। আগেই মাছের কাঁটা আর মাছের টুকরো দিয়ে স্টক বানিয়ে রাখুন। তাতে মিশিয়ে নিন সামান্য কাঁচা লঙ্কা, ডিল পাতা আর ক্রিম। ব্যাস, ইলিশের স্পেশাল এই পদটি তৈরি। শুধু ওপরে সস দিয়ে গরম মাখন ভাতের সঙ্গে পরিবেশন করার অপেক্ষা।

এই পদটি বানানোর প্রণালী নিচের গ্যালারিতে পর্যায়ক্রমে দেওয়া হল।
ছবি: গৌতম কর্মকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amitabha Chakrabarty Hilsa New recipe marco polo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE