Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রাশি বিচারে প্রবেশ দ্বার নির্মাণে আপনার কি করা উচিত দেখে নিন

গৃহ বা ভবন নির্মাণের সময় গৃহের প্রবেশ দ্বার নির্মাণ করা উচিত গৃহস্বামীর রাশি বিচার করে।

পার্থপ্রতিম আচার্য 
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৮ ০০:০১
Share: Save:

গৃহ বা ভবন নির্মাণের সময় গৃহের প্রবেশ দ্বার নির্মাণ করা উচিত গৃহস্বামীর রাশি বিচার করে।

জ্যোতিষশাস্ত্রে রাশি বারোটি। এই বারোটি রাশির আবার বর্ণভেদ রয়েছে। দেখে নেওয়া যাক-

কর্কট, মীন, বৃশ্চিক রাশি- ব্রাহ্মণ বর্ণ।

মেষ, সিংহ, ধনু- ক্ষত্রিয় বর্ণ।

বৃষ, কন্যা, মকর- বৈশ্য বর্ণ।

মিথুন, তুলা, কুম্ভ – শূদ্র বর্ণ।

এখন যিনি গৃহনির্মাণ করছেন অর্থাৎ গৃহস্বামীর রাশি যদি কর্কট, মীন, বৃশ্চিক হয় তবে গৃহের মুখ পূর্ব দিকে থাকবে।

গৃহস্বামীর রাশি যদি মেষ, সিংহ, ধনু হয় তবে গৃহের অভিমুখ উত্তরদিকে রাখা শুভ হবে।

গৃহস্বামীর রাশি যদি কন্যা, মকর, মিথুন হয় তবে গৃহের দ্বার দক্ষিণ দিকে থাকা শুভ।

গৃহস্বামীর রাশি যদি তুলা, কুম্ভ, বৃষ হয় তবে গৃহের অভিমুখ পশ্চিম দিকে রাখা শুভদায়ক হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

zodiac residential entrance Astrology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE