Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Akshaya Tritiya

অক্ষয় তৃতীয়ার দিনই পরশুরাম জয়ন্তী, ধূমাবতী এবং গঙ্গাদেবীর আবির্ভাব তিথি, জেনে নিন নির্ঘণ্ট

আগামী শুক্ল তৃতীয়া তিথি হিন্দু শাস্ত্রমতে বিশেষ গুরুত্বপূর্ণ দিন। শুক্ল পক্ষের তৃতীয়া তিথি যেমন শুভ অক্ষয় তৃতীয়া হিসেবে শুভ কর্ম করা হয় তেমনই এই দিন ভগবান শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা উৎসব।

এই দিন ভগবান শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা উৎসব।

এই দিন ভগবান শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা উৎসব।

সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১১ মে ২০২১ ০৮:৩৯
Share: Save:

আগামী শুক্ল তৃতীয়া তিথি হিন্দু শাস্ত্রমতে বিশেষ গুরুত্বপূর্ণ দিন। শুক্ল পক্ষের তৃতীয়া তিথি যেমন শুভ অক্ষয় তৃতীয়া হিসেবে শুভ কর্ম করা হয় তেমনই এই দিন ভগবান শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা উৎসব। এই দিনই গঙ্গাদেবী, ধূমাবতী দেবীর এবং পরশুরামের আবির্ভাব তিথি।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে–

তৃতীয়া তিথি আরম্ভ–

বাংলার– ৩০ বৈশাখ, শুক্রবার।

ইংরেজি– ১৪ মে, শুক্রবার।

সময়– সকাল ৫টা ৩৯ মিনিট।

তৃতীয়া তিথি শেষ–

বাংলা– ৩১ বৈশাখ, শনিবার।

ইংরেজি– ১৫ মে, শনিবার।

সময়– সকাল ৮টা।

৩১ বৈশাখ, ১৫ মে, শনিবার– অক্ষয় তৃতীয়া। পরশুরাম জয়ন্তী, চন্দনযাত্রা উৎসব। গঙ্গাদেবীর আবির্ভাব। শ্রী শ্রী ধূমাবতী দেবীর আবির্ভাব।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–

তৃতীয়া তিথি আরম্ভ–

বাংলা– ২৯ বৈশাখ, বৃহস্পতিবার।

ইংরেজি– ১৩ মে, বৃহস্পতিবার।

সময়– রাত ৩টে ৩৫ মিনিট ০৫ সেকেন্ড।

তৃতীয়া তিথি শেষ–

বাংলা– ৩১ বৈশাখ, শনিবার।

ইংরেজি– ১৫ মে, শনিবার।

সময়– সকাল ৫টা ১৫ মিনিট ৩৯ সেকেন্ড।

৩০ বৈশাখ, ১৪ মে, শুক্রবার– তৃতীয়া অহোরাত্র। অক্ষয় তৃতীয়া ব্রতম। শ্রী শ্রী কৃষ্ণস্য চন্দন যাত্রা। শ্রী শ্রী ধূমাবতী দেবীর আবির্ভাব। শ্রী শ্রী পরশুরাম জয়ন্তী, শ্রী শ্রী পরশুরাম দেবের আবির্ভাব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Akshaya Tritiya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE