Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কোন মাসে গৃহ নির্মাণে কি ফললাভ হয়?

বৈশাখ, কার্তিক, অগ্রহায়ণ ও ফাল্গুন এই মাসগুলি গৃহ নির্মাণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলদায়ক। তবে এর সঙ্গে শুভ বার, শুভ মুহূর্ত, শুভ নক্ষত্র ও শুভ তিথি এগুলি খেয়াল রাখতে হবে।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ৩১ মে ২০১৮ ০০:০১
Share: Save:

বৈশাখ, কার্তিক, অগ্রহায়ণ ও ফাল্গুন এই মাসগুলি গৃহ নির্মাণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলদায়ক। তবে এর সঙ্গে শুভ বার, শুভ মুহূর্ত, শুভ নক্ষত্র ও শুভ তিথি এগুলি খেয়াল রাখতে হবে।

যার গৃহ নির্মাণ হবে তার গোচর অবস্থানে যদি লগ্ন, চন্দ্র এবং চতুর্থ অধিপতি বা লগ্ন চন্দ্র হতে চতুর্থ ভাবে এই স্থানে বা এদের লর্ডদের সঙ্গে যদি বৃহস্পতির অবস্থান বা সংযোগ সৃষ্টি করে তবে গৃহকাজ আরম্ভ বিশেষ ফলদায়ী হয়। তবে একই সাথেও অন্তর্দশা শুভ গ্রহের ফল হওয়া উচিত।

নবতারা চক্রে ও ষন্নাড়ী চক্রে অশুভ নক্ষত্রগুলি সংস্পর্শে যদি লগ্নপতি, চতুর্থপতি চন্দ্র থাকে তাহলে গৃহ আরম্ভ করা উচিত নয়।

এখন দেখে নেওয়া যাক কোন মাসে গৃহ নির্মাণ করলে কি রকম ফল প্রাপ্তি ঘটতে পারেঃ-

১। বৈশাখ মাসে গৃহারম্ভ শুভ। ধনরত্ন লাভ অর্থাৎ সম্পদ বৃদ্ধি।

২। জ্যৈষ্ঠ মাসে গৃহারম্ভ মৃত্যুযোগ নির্দেশ করে।

৩। আষাঢ় মাসে গৃহ নির্মাণ করলে ধনহানি, পশুহানি ইত্যাদি যোগ ঘটায়।

৪। শ্রাবণ মাসে গৃহারম্ভ অশুভ। পরিবারে কারও মৃত্যুযোগ নির্দেশ করে।

৫। ভাদ্রমাসে গৃহারম্ভ অনুচিত। নানা দিকে ক্ষতিগ্রস্ত হবেন।

৬। আশ্বিন মাসে গৃহারম্ভ করলে পত্নী বিয়োগের সম্ভাবনা।

৭। কার্তিক মাসে গৃহারম্ভ করলে ধনসম্পদে পরিপূর্ণ হবে।

৮। অগ্রহায়ণ মাসে গৃহনির্মাণ করলে ধন ও মিত্র লাভ।

৯। পৌষ ও মাঘ মাসে গৃহারম্ভ করলে অগ্নি ভয়।

১০। ফাল্গুন মাসে গৃহারম্ভ করলে পুত্র ও মিত্র লাভ।

১১। চৈত্র মাসে গৃহারম্ভ করলে রোগ ভোগের সম্ভাবনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Astrological guideline Vastu construction
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE