Advertisement
১৬ এপ্রিল ২০২৪
marriage

বিয়ের পর বাপেরবাড়ি থেকে এই জিনিসগুলো আনতে নেই, নেমে আসতে পারে দুর্ভাগ্য

এমন কিছু জিনিস রয়েছে যা ভুল করেও বাপেরবাড়ি থেকে নিয়ে আসতে নেই। যদি এই জিনিসগুলো বা্পেরবাড়ি থেকে আনা হয়, তা হলে জীবনে দুর্ভাগ্য খুব দ্রুত নেমে আসতে পারে।

এই জিনিসগুলো বা্পেরবাড়ি থেকে আনা হয়, তা হলে জীবনে দুর্ভাগ্য খুব দ্রুত নেমে আসতে পারে।

এই জিনিসগুলো বা্পেরবাড়ি থেকে আনা হয়, তা হলে জীবনে দুর্ভাগ্য খুব দ্রুত নেমে আসতে পারে।

 শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২০ মে ২০২১ ০৮:০৫
Share: Save:

প্রায় সব মেয়ের ক্ষেত্রেই বাপের বাড়িমনের অনেকখানি জায়গা জুড়ে থাকে। কারণ, ছোট থেকে বড় হওয়া পর্যন্ত মেয়েরা তাদের বেশির ভাগ সময় সেখানেই কাটায় এবং অনেক আপনজনকেই ছেড়ে আসতে হয়, যারা হয়ত সব সময়ই মনের সবটুকু জায়গা জুড়ে রয়েছে।

নিজেকে এক জায়গা থেকে আরেক জায়গায় এসে মানিয়ে নিয়ে চলে মেয়েরা। সময়ের সঙ্গে সঙ্গে আবার শ্বশুরবাড়ির মানুষজনও একান্ত নিজের হয়ে যায়। সারা জীবন শ্বশুরবাড়িতে সুখে সংসার করার জন্য বিশেষ কিছু নিয়ম রয়েছে, যা মেনে চলা অত্যন্ত জরুরি।

যেমন, এমন কিছু জিনিস রয়েছে যা ভুল করেও বাপেরবাড়ি থেকে নিয়ে আসতে নেই। যদি এই জিনিসগুলো বা্পেরবাড়ি থেকে আনা হয়, তা হলে জীবনে দুর্ভাগ্য খুব দ্রুত নেমে আসতে পারে।

জিনিসগুলো কী কী

০ ঠাকুরের মুর্তি বা ছবি কখনই বাপেরবাড়ি থেকে আনতে নেই। অনেকেই বাবার কাছ থেকে গোপাল বা অন্যান্য দেবদেবীর ছবি বা মুর্তি নিয়ে আসেন, এটা করা একেবারেই উচিত নয়।

০ ছুঁচ বা ধারালো কোনও জিনিস কোনও মতেই বাপেরবাড়ি থেকে আনা যাবে না।

০ বাপেরবাড়ি থেকে কুলো নিয়ে আসা অনুচিত। কারণ এর ফলে বাপেরবাড়ির লক্ষ্মীশ্রী নষ্ট হয়ে যেতে পারে।

০ ছেঁড়া জামাকাপড় বাপেরবাড়ি থেকে নিয়ে আসতে নেই।

০ ঝাঁটা বা ঝাড়ু কোনও ভাবেই বাপেরবাড়ি থেকে আনা যাবে না।

০ মশলা বাটার শিলনোড়া বাপেরবাড়ি থেকে আনা যাবে না।

০ আচার বা টক জাতীয় কিছু খাবার বা্পেরবাড়ি থেকে একেবারেই আনতে নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

marriage
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE