Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সকালে ঘুম থেকে উঠেই এই কাজগুলো করলে সারা দিন খারাপ কাটার আশঙ্কা থাকে

আমাদের জীবনের কোন দিন কী ভাবে কাটবে তা আগে থেকে কেউই বলতে পারে না। ভাল মন্দ মিশিয়ে আমাদের জীবন। কোনও দিন ভাল কাটে আবার কোনও দিন মন্দ।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২১ ০০:০৫
Share: Save:

আমাদের জীবনের কোন দিন কী ভাবে কাটবে তা আগে থেকে কেউই বলতে পারে না। ভাল মন্দ মিশিয়ে আমাদের জীবন। কোনও দিন ভাল কাটে আবার কোনও দিন মন্দ। তবে মনে করা হয় যে সকাল যদি মধুর হয় তবে সারা দিন হয় খুব সুন্দর। বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের নিত্য প্রয়োজনীয় এমন কিছু জিনিস রয়েছে যেগুলো সকালে ঘুম থেকে উঠেই দেখতে নেই।

সারা দিন ভাল কাটাতে সকালে কোন জিনিসগুলো দেখা উচিত নয়—

• সকালে ঘুম থেকে উঠেই ঠাকুর দেবতার দর্শন করা আবশ্যক। এর ফলে সারা দিন অত্যন্ত ভাল যায় এবং মনও খুব ভাল থাকে।

• সকালে উঠেই ঝাঁটা দেখতে নেই। ঝাঁটা এমন জায়গায় রাখতে হয় যে যেন সকালে উঠেই না চোখে পড়ে।

আরও পড়ুন: অর্থকষ্ট কমাতে বাড়িতে রাখুন এই পাঁচটি জিনিস

• খালি জলের যে কোনও পাত্র সকালে উঠেই দেখতে নেই। এর ফলে জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি পায়।

• সকালে উঠেই ফ্রেস হওয়ার আগে পর্যন্ত খুব জরুরী না থাকলে কারও সঙ্গেই খুব একটা কথা বলতে নেই।

• সকালে উঠেই নেতিবাচক কোনও ছবি দেখতে নেই।

• ঘুম থেকে উঠেই নিজের মুখ আয়নায় দেখতে নেই।

• সকালে ঘুম থেকে উঠেই কিছু খাবার খাওয়া না পর্যন্ত কখনও ভিক্ষা দিতে নেই।

• সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে প্রথমেই মোবাইলের ব্যবহার করা অত্যন্ত খারাপ।

• সকালে ঘুম থেকে উঠে প্রথমেই বিছানা পরিষ্কার করা অত্যন্ত জরুরী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE