Advertisement
২৩ এপ্রিল ২০২৪

জীবনে আর্থিক উন্নতির শিখরে পৌঁছতে এই কাজগুলো কোজাগরী লক্ষ্মী পুজোয় করুন

লক্ষ্মী দেবীকে ধন সম্পদের দেবী মানা হয়, আর এই ধন সম্পদ বৃদ্ধির আশায় হিন্দু ঘরের মহিলারা লক্ষ্মী পুজোর দিন উপবাস রেখে সঠিক নিয়ম অনুসারে শ্রদ্ধা ভক্তি সহকারে মায়ের পুজো করেন।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২০ ০০:১৩
Share: Save:

“এসো মা লক্ষ্মী বোসো ঘরে, আমার এই ঘরে থাকো আলো করে” এই প্রার্থনা প্রায় সব বাঙালির। হিন্দু ঘরে ঘরে লক্ষ্মীর এই আরাধনা করা হয়। লক্ষ্মী দেবীকে ধন সম্পদের দেবী মানা হয়, আর এই ধন সম্পদ বৃদ্ধির আশায় হিন্দু ঘরের মহিলারা লক্ষ্মী পুজোর দিন উপবাস রেখে সঠিক নিয়ম অনুসারে শ্রদ্ধা ভক্তি সহকারে মায়ের পুজো করেন। মায়ের কৃপা সম্পূর্ণ রূপে পেতে হলে এমন কিছু কাজ রয়েছে যা লক্ষ্মী পুজোর দিন করলে মা অত্যন্ত সন্তুষ্ট হন।

লক্ষ্মীপুজোর দিন কোন কাজগুলো করলে লক্ষ্মীদেবী সন্তুষ্ট হন—

• এই দিন যদি মা লক্ষ্মী পুজোর সঙ্গে একই সঙ্গে নারায়ণ পুজো করা হয়। এতে মা লক্ষ্মীর কৃপা সারা বছর পাওয়া যায়।

• এই দিন কুমারী মেয়ে অর্থাৎ ছোট বাচ্চা পাঁচটি মেয়েকে তাঁদের পছন্দ মতো কিছু উপহার দিলে মা লক্ষ্মী দেবী খুবই প্রসন্ন হন।

আরও পড়ুন: কোজাগরী পুজোর দিন এই কাজগুলো একেবারেই করতে নেই

• এই দিন লক্ষ্মী পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যদি উপবাস থাকা মহিলারা ব্রাহ্মণ ভোজন করাতে পারেন তা হলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়।

• যদি সম্ভব হয় এই দিন অবশ্যই গঙ্গায় স্নান করুন, এতে অত্যন্ত পুণ্য অর্জন করা যায়।

• লক্ষ্মী পুজোর দিন অবশ্যই লক্ষ্মী পাঁচালী পড়ুন এবং ১০৮বার গায়ত্রী মন্ত্র জপ করুন।

• লক্ষ্মী পুজোর দিন গরিব দুঃখীকে সাধ্য মতো কিছু দান করুন।

• এই দিন বাড়ির সদর দরজায় মায়ের পদ চিহ্ন অবশ্যই আঁকুন।

• লক্ষ্মী পুজোর দিন বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করলে খুবই শুভ ফল পাওয়া যায়।

• এই দিন মায়ের সামনে পাঁচটি কড়ি রেখে পুজো করান এবং সেই কড়ি গুলো ক্যাশবাক্সে রেখে দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kojagari Laxmi Puja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE