Advertisement
২০ এপ্রিল ২০২৪

শুক্র গ্রহকে সন্তুষ্ট করুন সহজ কিছু উপায়ে

আমাদের বারোটি রাশির মধ্যে শুক্র একটি বিশেষ গ্রহ। জ্যোতিষ শাস্ত্র মতে শুক্র গ্রহ আমাদের রূপ, যৌবন, ভালবাসা, আকর্ষণ, সৌন্দর্য, সম্পর্ক, সামাজিক যোগাযোগ, অর্থ ও বিদ্যার সঙ্গে সম্পর্ক যুক্ত।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২০ ০০:০৫
Share: Save:

আমাদের বারোটি রাশির মধ্যে শুক্র একটি বিশেষ গ্রহ। জ্যোতিষ শাস্ত্র মতে শুক্র গ্রহ আমাদের রূপ, যৌবন, ভালবাসা, আকর্ষণ, সৌন্দর্য, সম্পর্ক, সামাজিক যোগাযোগ, অর্থ ও বিদ্যার সঙ্গে সম্পর্ক যুক্ত। এ ছাড়া এক জন ভাল শিল্পী হওয়ার জন্যও শুক্র গ্রহের অবদান প্রচুর। রাশিচক্রে শুক্র গ্রহের অবস্থান যদি শুভ হয়, তা হলে জাতক-জাতিকা উজ্জ্বল বর্ণের, সুন্দর শরীর এবং আকর্ষণীয় চোখের অধিকারী হন। বিবাহিত জীবন সুখের হয় এবং সবরকম সুখের অধিকারী হয়ে থাকেন। যদি শুক্র দুর্বল হয়, তা হলে জীবনে নানা সমস্যার সৃষ্টি হয়।

শুক্র গ্রহকে সন্তুষ্ট করার সহজ উপায়—

• কখনও ছেঁড়া জামা কাপড় ব্যবহার করা যাবে না। ফ্যাশান হলেও ছেঁড়া ফাটা ডিজাইনের জামা কাপড় বর্জন করতে হবে। এতে শুক্রদেব অত্যন্ত ক্রুদ্ধ হন।

• বাড়িতে যে কোনও সাদা ফুলের গাছ লাগান এবং সাদা জামা কাপড় পরার চেষ্টা করুন।

• মন্দিরে সাদা যেকোনও কিছু দান করুন।

আরও পড়ুন:এই রাশির মানুষ জীবনে কখনও কারও নিয়ন্ত্রণে চলেন না

• প্রতি শুক্রবারলক্ষ্মীদেবীকে সাদা ফুলের মালা দিয়ে উপবাস থেকে পুজো করতে হবে।

• সুগন্ধি দ্রব্য প্রতিনিয়ত ব্যবহার করতে হবে।

• স্ফটিক রত্ন ধারণ করতে হবে। স্ফটিকের মালাও পরা যেতে পারে।

• ঘরের রং যতটা সম্ভব সাদা করার চেষ্টা করুন। এর ফলে শুক্রদেব সন্তুষ্ট হন এবং শুক্রদেবের কৃপা লাভ করতে পারবেন।

• ছোট শিশুদের মিষ্টি জাতীয় খাবার খাওয়ান বা যা তারা খেতে পছন্দ করে সেসব খাবার খাওয়ালে শুক্রদেব অত্যন্ত প্রসন্ন হন।

• জারকন বা শ্বেত প্রবাল ধারণ করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Birth Chart
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE