Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আপনার ফ্ল্যাট বা বাড়ির অগ্নি বা ঈশান কোণ দুষ্ট নয় তো? থাকলে কিন্তু...

দেখে নেওয়া যাক কোন দিকে কী রূপ ফল প্রদান করে

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

বাস্তুশাস্ত্র, যে আটটি দিকের উপর ভিত্তি করে নির্মিত, সেই আটটি দিকের বৈশিষ্ট্য বা গুরুত্ব সম্বন্ধে জানা দরকার। বাস্তুশাস্ত্রে এই দিকগুলোর বিশেষত্ব বা গুণ অনুযায়ী ঘর, ঠাকুর ঘর, বারান্দা, স্নানের ঘর ইত্যাদি নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এখন দেখে নেওয়া যাক কোন দিকে কী রূপ ফল প্রদান করেঃ-

১। পূর্ব দিককে বংশের দিক বলা হয়। তাই গৃহ নির্মাণের সময় পূর্ব দিকের কিছু স্থান খোলা ছেড়ে দেওয়া উচিত। এতে গৃহস্বামীর আয়ু বৃদ্ধি হয়।

২। পশ্চিম দিকে সাফল্য, কীর্তি, যশ ও ঐশ্বর্য প্রদান করে।

৩। উত্তর দিক মায়ের স্থান। উত্তরে খালি জায়গা ছাড়লে মাতুল বংশের কল্যাণ হয়।

৪। দক্ষিণ দিক ধন সমৃদ্ধি, শান্তি ও প্রসন্নতার দিক।

৫। ঈশান কোণ বংশবৃদ্ধির স্থায়িত্ব প্রদান করে। তাই এই কোণে কোনও প্রকারের দোষ ত্রুটি যাতে না থাকে সেই বিষয়ে লক্ষ্য রাখা উচিত।

৬। অগ্নি কোণ গরম থাকে বলে স্বাস্থ্য বৃদ্ধিতে সাহায্য করে। ত্রুটিপূ্র্ণ অগ্নি কোণ গৃহস্বামীকে বদরাগী করে।

৭। বায়ু কোণ শত্রু এবং মিত্রের দিক। এই দিকে কোনও ত্রুটি থাকলে শত্রু বৃদ্ধি ঘটে। আবার দোষমুক্ত, বায়ু কোণ কল্যাণকারী, উত্তম বন্ধুপ্রাপ্তি ঘটায়।

৮। নৈঋত কোণ ভাল ব্যবহার ও সুবিচারের জন্ম দেয়। এই কোণে কোনও দোষ থাকলে গৃহস্বামী জীবস্মৃত হয়ে বেঁচে থাকে।

পৃথিবীর আলো এবং শক্তির উৎস হল সূর্য। সূর্যরশ্মির মধ্যে লুকিয়ে আছে আসল জীবনদায়িনী শক্তি। তাই প্রাচীন শাস্ত্রজ্ঞরা সূর্যের উপর ভিত্তি করে, আট দিকের উপর সৌরশক্তির প্রভাব বিশ্লেষণ করে, গৃহ নির্মাণের বিধান দিয়ে গিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Home House Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE