Advertisement
২৩ এপ্রিল ২০২৪

বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে মহাদশমীর নির্ঘণ্ট ও সময়সূচি

দেখে নেওয়া যাক শ্রীশ্রীবিজয়াদশমীর সময়সূচি

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৮ ০০:০০
Share: Save:

দশমী অর্থে বিষণ্ণ রূপ। নবমীর রাত শেষ হলেই প্রত্যেকের মনে করুণ সুর বাজতে থাকে। দশমীর দিন আমরা মিষ্টিমুখ ও সিঁদুরখেলার মাধ্যমে মাকে বিদায় জানাই। শুরু হয় বিজয়া।

এখন দেখে নেওয়া যাক শ্রীশ্রীবিজয়াদশমীর সময়সূচি-

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে-

২ কার্তিক, ইং ১৯ অক্টোবর, ২০১৮, শুক্রবার, দশমী সন্ধ্যা ৫/৫৭ মিঃ। পূর্বাহ্ন ৯/২৭ মিনিট মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ৮/৩০ মিনিট মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিত পূজা ও বিসর্জন প্রশস্তা। কুলাচারানুসারে বিজয়া দশমী কৃত্যা। বিসর্জনান্তে শ্রীশ্রীঅপরাজিতা পূজা। দশেরা।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে-

১ কার্তিক (ভাঃ ২৭ আশ্বিন ), ইং ১৯ অক্টোবর, শুক্রবার—

সূর্যোদয় ঘ৫/৩৮/৪ সেকেন্ড, সূর্যাস্ত ঘ৫/৫/০ সেকেন্ড। পূর্বাহ্ন ঘ৯/২৭/২ সেকেন্ড।

দশমী অপরাহ্ন ঘ৪/৩৬/৮ সেকেন্ড পর্যন্ত। পূর্বাহ্ন মধ্যে চরলগ্নে ও চরণবাংশে কিন্তু বারবেলানুরোধে ঘ৮/২৯/৪৮ সেকেন্ড মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত(বিসর্জানাঙ্গ) পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা (অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ)। দেবীর দোলায় গমন। ফল- মড়ক। কুলাচারানুসারে বিসর্জনান্তে অপরাজিতা পূজা। বিজয়াদশমীকৃত্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Durga Puja 2018 Durga Puja Dashami
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE