Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Durga Puja 2021

Durga Puja 2021: মা দুর্গাকে কোন ফুল অর্পণ করলে ইচ্ছাপূরণ হয়

মা আসছেন ধরণীর শোভা বৃদ্ধি করতে এবং ধরণীতে আনন্দ ছড়িয়ে দিতে। দুর্গাপুজো মানেই বাঙালির মন প্রাণ ভরে থাকে উৎসবের আনন্দে। এই আনন্দ ছোট বড় সকলের জন্যই সমান।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

 শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২১ ০৮:৩৮
Share: Save:

মা আসছেন ধরণীর শোভা বৃদ্ধি করতে এবং ধরণীতে আনন্দ ছড়িয়ে দিতে। দুর্গাপুজো মানেই বাঙালির মন প্রাণ ভরে থাকে উৎসবের আনন্দে। এই আনন্দ ছোট বড় সকলের জন্যই সমান। সারা বছর ধরে সবাই অপেক্ষা করেন এই সময়ের জন্য। এই ইচ্ছাপূরণের উপায়ও লুকিয়ে আছে মায়ের আরাধনায়। এমন কয়েকটি ফুল রয়েছে যা দুর্গাকে অর্পণ করলে খুব দ্রুত অভীষ্টে পৌঁছনো যায় বা মনের সকল ইচ্ছা পূরণ করা যায়।

দেখে নিন কোন কোন ফুল মায়ের চরণে অর্পণ করতে হয়—

পদ্ম

১০৮টি পদ্ম মায়ের পুজোয় ব্যবহার করা হয় এটা আমরা সকলেই জানি। কিন্তু নির্দিষ্ট কোনও ইচ্ছা পূরণ করতে মায়ের চরণে অর্পণ করুন পদ্ম ফুল।

গাঁদা

গাঁদা ফুল দুর্গাকে অর্পণ করলে যে কোনও দুঃসাধ্য কাজ সফল হতে পারে।

শিউলি

শিউলি ছাড়া দুর্গাপুজো কখনও হয় কি? শিউলি ফুল দুর্গাপুজোয় এক অপরিসীম গুরুত্ব পালন করে।

জুঁই

জুঁই ফুল এই সময় পাওয়া হয়তো খুবই কঠিন। কিন্তু যদি জুঁই ফুল মায়ের চরণে অর্পণ করা হয় তা হলে দীর্ঘ দিনের পড়ে থাকা মনস্কামনা পূরণ হয়।

জবা

জবা ফুল মাতৃশক্তির আরাধনায় সবসময়ই দেওয়া যেতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Durga Puja 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE