Advertisement
২৪ এপ্রিল ২০২৪

আপনার উন্নতিতে রবিরেখার ভূমিকা

দেখে নেওয়া যাক রবিরেখা সম্পর্কে আরও বিশেষ কিছু কথা যা মানব জীবনকে প্রভাবিত করে

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১৫
Share: Save:

হাতে রবির ক্ষেত্র যদি সুডৌল ও উন্নত হয়, রবি রেখা স্পষ্ট ও গভীর হয়, তবে তা খুব শুভ ফল দেয়। রবি হল সৌরমণ্ডলের সব গ্রহের কেন্দ্রবিন্দু বা মূল কেন্দ্র। তাই রবির প্রভাব বিরাট। যার হাতে রবি রেখা নেই, তার জীবন অন্ধকারময়। রবি নীচস্থ অথবা অশুভ হলে বা রবিরেখা না থাকলে জাতক সংকীর্ণমনা, জীবনযুদ্ধে ব্যাহত হয় পদে পদে, উন্নতিতে বাধা পায় ও হিংসুটে হয়। তারা মান-সম্মান, প্রতিপত্তি প্রভৃতি জীবনে অর্জন করতে পারে না। জীবনে সুযোগ পেলেও তা নষ্ট করে ফেলে ও নানাভাবে কষ্ট পায়।

এখন দেখে নেওয়া যাক রবিরেখা সম্পর্কে আরও বিশেষ কিছু কথা যা মানব জীবনকে প্রভাবিত করে-

১। রবিরেখা না থাকলে যে কোনও চেষ্টা করতে গেলে তাতে ব্যর্থ হতেই হবে। ভাগ্যরেখার থেকেও রবিরেখার প্রয়োজনীয়তা বেশি।

২। স্বাভাবিক, সুন্দর কাটাকাটি বিহীন রবিরেখা থকলে তা খুবই বুদ্ধিমান লোকের চিহ্ন।

৩। রবিরেখা দীর্ঘ এবং কোনও কাটাকাটিযুক্ত না হলে তা বিরাট উন্নতি ও ধনসম্পত্তি লাভের চিহ্ন।

৪। সোজা ও গভীর রবিরেখা নানা সুনাম প্রাপ্তি বোঝায়।

৫। দুইটি হাতেই রবিরেখা সুন্দর ও গভীর থাকলে নিশ্চিত উন্নতি ও ধনলাভের চিহ্ন বোঝায়।

৬। রবিরেখা শিকলযুক্ত হলে সামান্য উন্নতি বোঝায়।

আরও পড়ুন: মাথার চুলের মাধ্যমে আপনার সম্বন্ধে অনেক কিছু জানা যায়

৭। খুব ছড়ানো রবিরেখা কম উন্নতি বোঝায়।

৮। ঢেউ খেলানো রবিরেখা অস্থিরচিত্ততার লক্ষণ।

৯। রবিরেখা সরু কটি রেখার দ্বারা কর্তিত হলে কর্মপথে অত্যন্ত অশান্তি বোঝায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ravi Line Life Rashi Hand
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE