Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বুধ গ্রহের স্থান অনুযায়ী প্রতিকার গুলি জেনে নিন

বুধ বুদ্ধির কারক গ্রহ। অন্যান্য গ্রহ গুলি বিভিন্ন সমন্বয়ে শুভ অশুভ ফল প্রদান করে থাকে। কিন্তু বুধ একক ভাবে শুভ স্থান গত হলে শুভ ফল প্রদান করে আবার অশুভ স্থানে থাকলে অশুভ ফল প্রদান করে।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৭ ০২:০০
Share: Save:

বুধ সৌরজগতের সব থেকে ছোট গ্রহ। বুধ বুদ্ধির কারক গ্রহ। অন্যান্য গ্রহ গুলি বিভিন্ন সমন্বয়ে শুভ অশুভ ফল প্রদান করে থাকে। কিন্তু বুধ একক ভাবে শুভ স্থান গত হলে শুভ ফল প্রদান করে আবার অশুভ স্থানে থাকলে অশুভ ফল প্রদান করে।
জ্যোতিষ শাস্ত্র মতে দেখে নেওয়া যাক বুধের কোন স্থানের কী প্রতিকার -
১) লগ্নে বুধ পীড়িত হলে —
ক) যে কোনও সবুজ বস্তু দূরে রাখুন।
খ) বুধবার দিন মদ, মাংস ডিম ভক্ষণ করবেন না।
গ) যদি ব্যবসা করেন তবে স্থায়ী ব্যবসা করুন।
২) দ্বিতীয় স্থানে বুধ পীড়িত-
ক) প্রতিদিন পাঁচটি তুলসীপাতা সেবন করুন।
খ) নিজের শ্যালিকার সঙ্গে কোনও রকম মন্দ আলোচনা করবেন না।
গ) পায়রা, ছাগল, মুরগি ইত্যাদি ঘরে রেখে পুষবেন না।
৩) তৃতীয় স্থানে অশুভ বুধ -
ক) প্রত্যহ লবণ দিয়ে দাঁত মাজুন।
খ) পাখিদের চাল, গম জাতীয় কিছু খাওয়ান।
গ) শ্বাসকষ্টের রোগীদের ঔষধ দান করুন।
৪) চতুর্থ স্থানে অশুভ বুধ -
ক) সোনা অথবা রুপোর গহনা পড়ুন।
খ) প্রতিদিন কপালে কেশরের তিলক লাগান।
গ) বুধবার দিন বাঁদরকে খাওয়ান।
৫) পঞ্চমে অশুভ বুধ -
ক) সাদা সুতোতে একটি তামার পয়সা দিয়ে গলায় পড়ুন।
খ) বড়দের বস্ত্র ও শিশুদের খেলনা দান করুন।
গ) গরুকে শাক সবজি খাওয়ান।
৬) ষষ্ঠ স্থানে অশুভ বুধ -
ক) একটি রুপোর আংটি কোনও বিবাহিত মহিলাকে উপহার দিন।
খ) কোনও শুভ কাজ করার আগে নিজের কন্যাকে ও বোনকে সঙ্গে নিয়ে যান।
গ) একটি বোতলে গঙ্গাজল ভরে তা কোনও চাষ যোগ্য জমিতে পুঁতে দিন।
৭) সপ্তম স্থানে বুধ অশুভ হলে -
ক) শেয়ারে কোনও ব্যবসা করবেন না।
খ) নারীদের সম্মান করুন।
গ) কখনও ভিখারিকে পয়সা দেবেন না, খাবার কিনে দেবেন।
৮) অষ্টমে অশুভ বুধ -
ক) মাটির পাত্রে মধু দিয়ে তকে মাটিতে পুঁতে দিন।
খ) একটি পাত্রে দুধ বা বৃষ্টির জল ছাদে রেখে দিন।
গ) কোনও মহিলাকে নাকের নথ উপহার দিন।
৯) নবমে বুধ অশুভ হলে -
ক) সবুজ বর্ণকে উপেক্ষা করুন।
খ) ধার্মিক স্থানে মাশরুম দান করুন।
গ) ফকিরের কাছ থেকে কিছু গ্রহণ করবেন না।
১০) দশমে বুধ অশুভ হলে -
ক) মাছ, মাংস, ডিম বর্জন করুন।
খ) ধার্মিক স্থানে চাল ও দুধ দান করুন।
১১) একাদশে বুধ অশুভ হলে -
ক) পান্না ও সবুজ বর্ণ বর্জন করুন।
খ) তামার আংটি পড়ুন।
গ) বিধবা বোন বা পিসিকে বাড়িতে রাখবেন না।
১২) দ্বাদশে বুধ অশুভ হলে -
ক) স্টিলের আংটি অনামিকায় ধারণ করুন।
খ) কেশরের জলে স্নান করুন।
গ) কোনও কাজ করার আগে মাতা-পিতার অনুমতি নিন ও প্রণাম করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE