Advertisement
২০ এপ্রিল ২০২৪

খাবারেও কাটে গ্রহদোষ (দ্বিতীয় অংশ)

মূল্যবান রুদ্রাক্ষ, রত্ন, কবচ ইত্যাদি ধারণে আমরা যত ভাল প্রতিকার করাতে পারব, খাদ্যগ্রহণের মাধ্যমে ততটা ভাল না হলেও কিছুটা স্বস্তি মিলবে। এখন দেখে নেওয়া যাক আপনার জন্মকুণ্ডলীতে যদি বুধ, বৃহস্পতি ও শুক্র কুপিত বা নীচস্থ হয়ে থাকে তবে কী ধরনের খাবার খাওয়া উচিত।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৮ ০০:০০
Share: Save:

মূল্যবান রুদ্রাক্ষ, রত্ন, কবচ ইত্যাদি ধারণে আমরা যত ভাল প্রতিকার করাতে পারব, খাদ্যগ্রহণের মাধ্যমে ততটা ভাল না হলেও কিছুটা স্বস্তি মিলবে। এখন দেখে নেওয়া যাক আপনার জন্মকুণ্ডলীতে যদি বুধ, বৃহস্পতি ও শুক্র কুপিত বা নীচস্থ হয়ে থাকে তবে কী ধরনের খাবার খাওয়া উচিত।

বুধ: বুধের মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্তর দশা কালে অথবা জন্মছকে যদি বুধ কুপিত বা নীচস্থ থাকে কিংবা অন্যান্য গ্রহের দৃষ্টি বিনিময়ের জন্য জাতক-জাতিকার প্রতি অশুভ ফল প্রদর্শন করে, তবে প্রতি বুধবার তারা অবশ্যই দুগ্ধজাত খাদ্য গ্রহণ করুন। পায়েস অথবা দুগ্ধজাত মিষ্টি গ্রহণ করুন। দৈনন্দিন খাবারের সঙ্গে একটু দুগ্ধজাত খাদ্য গ্রহণ করলেই হবে। এতে কিছুটা সুফল পাবেন।

বৃহস্পতি: জন্মছকে যদি কারও বৃহস্পতি নীচস্থ থাকে অথবা বৃহস্পতির মহাদশা, অন্তর্দশা কিংবা প্রত্যন্তর দশাকালে বৃহস্পতি কুপিত থাকেন, অথবা অশুভ ফল দেন তবে প্রতি বৃহস্পতিবার দধিযুক্ত খাদ্য গ্রহণ করুন। দই দিয়ে ভাত বা দইবড়া অথবা দইয়ের ঘোল ইত্যাদি খেতে পারেন। দৈনন্দিন খাবারের সঙ্গে কিছু দধি যুক্ত খাবার গ্রহণ করলেই হবে। এতে কিছুটা শুভফল পাবেন।

শুক্র: জন্মছকে শুক্র যাদের নীচস্থ বা যারা শুক্র গ্রহের কারণে জীবনে বাধাপ্রাপ্ত হচ্ছেন অথবা যাদের শুক্রের মহাদশা অন্য অশুভ গ্রহের দ্বারা দৃষ্ট হয়ে অশুভ ফল দান করছে, তারা প্রতি শুক্রবার ঘৃতযুক্ত অন্ন গ্রহণ করুন। ঘি দিয়ে ভাত বা পোলাও ইত্যাদি খাবেন। দৈনন্দিন খাবারের সঙ্গে কিছু ঘি-ভাত খেলেই হবে। এতে কিছু সাফল্য অবশই পাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Food Milk Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE