Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Characteristics

যাঁরা কথায় কথায় কেঁদে ফেলেন তাঁরা কী ধরনের মানুষ হন

হাসি, কান্না মিলিয়েই মানুষের জীবন। হাসি থাকলে কান্না থাকবেই। এক এক জনের এক এক ধরনের নিজস্বতা থাকে। যেমন কেউ জীবনে প্রচুর দুঃখ নিয়েও হাসতে পারেন। আবার কেউ খুব সামান্য বিষয়েও কেঁদে ফেলেন।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৪ জুলাই ২০২১ ০৮:১৮
Share: Save:

হাসি, কান্না মিলিয়েই মানুষের জীবন। হাসি থাকলে কান্না থাকবেই। এক এক জনের এক এক ধরনের নিজস্বতা থাকে। যেমন কেউ জীবনে প্রচুর দুঃখ নিয়েও হাসতে পারেন। আবার কেউ খুব সামান্য বিষয়েও কেঁদে ফেলেন। আবার এমনও মানুষ আছেন যাঁরা কেবলমাত্র নিজের নয়, অন্যের দুঃখেও অত্যন্ত দুঃখী হন। তবে যাঁরা কথায় কথায় কেঁদে ফেলেন তাঁরা জীবনের যে কোনও কষ্ট থেকে খুব দ্রুত বেরিয়ে আসতে পারেন। এঁরা কান্নার মাধ্যমে মনে জমে থাকা কষ্ট বার করে খুব সহজে হালকা হয়ে যেতে পারেন। যাঁরা খুব সামান্য বিষয়ে কেঁদে ফেলেন তাঁরা সাধারণত কেমন হন দেখে নেব।

• এই ধরনের মানুষদের হয়তো অনেকেই মনে করেন ভিতু প্রকৃতির। কিন্তু এটা একেবারেই ঠিক নয়। এঁদের মধ্যে লুকোনো থাকে প্রচুর সাহস, যা এঁদের কোনও কিছুতেই পিছিয়ে রাখে না।

• কথায় কথায় কেঁদে ফেলা মানুষরা খুবই সংবেদনশীল হন। এঁরা অন্যের দুঃখকেও নিজের করে নিতে পারেন।

• এঁরা সব দিক সামঞ্জস্য রেখে চলতে পারেন। কোনও কিছুতে বেশি এগিয়ে বা কোনও কিছুতেই বেশি পিছিয়ে থাকেন না।

• এঁরা খুব বড় ধাক্কা থেকেও খুব সহজ ভাবে বেরিয়ে আসতে পারেন।

• যে কোনও বড় সমস্যাকে এঁরা সমাধান করতে পারেন।

• এই ধরনের মানুষ নিজের মধ্যে আবেগ চেপে রাখতে পারেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Characteristics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE