Advertisement
২০ এপ্রিল ২০২৪

সূর্যদেবকে জল এবং অর্ঘ্য প্রদান করার সঙ্গে দিন এই জিনিসটি মনের বাসনা পূরণের জন্য

অনেক সময় দেখা যায় প্রচুর অর্থ সম্পত্তি থাকা সত্ত্বেও সমাজে মান সম্মান প্রতিপত্তির অভাব রয়ে যায়। সে ক্ষেত্রেও রবিকে সন্তুষ্ট করার প্রয়োজন রয়েছে। রবি সবল থাকার অর্থ জীবনকে সহজ সরল পথে বয়ে নিয়ে যাওয়া।

সূর্যদেবকে সন্তুষ্ট রাখতে পারলে জীবনের নানা সমস্যার সমাধান হয়ে যায় খুব সহজেই।

সূর্যদেবকে সন্তুষ্ট রাখতে পারলে জীবনের নানা সমস্যার সমাধান হয়ে যায় খুব সহজেই।

 শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৫ মে ২০২১ ০৭:৪৫
Share: Save:

আমরা জানি রবি জন্মছকে সবল হওয়া খুব ভাল লক্ষণ। এ ছাড়া সূর্যদেবকে সন্তুষ্ট রাখতে পারলে জীবনের নানা সমস্যার সমাধান হয়ে যায় খুব সহজেই। জন্মছকে রবি যদি উচ্চ অবস্থায় থাকে তা হলে প্রতিপত্তি, মান সম্মান এবং অর্থ বৃদ্ধি পেতে খুব বেশি সময় লাগে না।

অনেক সময় দেখা যায় প্রচুর অর্থ সম্পত্তি থাকা সত্ত্বেও সমাজে মান সম্মান প্রতিপত্তির অভাব রয়ে যায়। সে ক্ষেত্রেও রবিকে সন্তুষ্ট করার প্রয়োজন রয়েছে। রবি সবল থাকার অর্থ জীবনকে সহজ সরল পথে বয়ে নিয়ে যাওয়া।

সূর্যদেবকে প্রতি দিন জল এবং অর্ঘ্য প্রদান করা অত্যন্ত ভাল বলে মনে করা হয়। সঠিক নিয়মে সঠিক সময়ে সূর্য প্রণাম করলে জীবনের নানা ক্ষেত্রে খুব ভাল ফল পাওয়া যায়। সূর্যদেবকে জল ও অর্ঘ্য প্রদান করার সময় সেই জলে হলুদ, কালো তিল, গুড়, লাল চন্দন, আতপ চাল, জবা ফুল প্রভৃতি জিনিস দেওয়ার কথা প্রায় আমরা সকলেই জানি। কিন্তু এমন একটি জিনিস আছে, এই জিনিসগুলোর সঙ্গে যদি সেটি দেওয়া যায় তা হলে খুব উপকার পাওয়া যাবে।

জিনিসটি কী?

যখন সূর্যদেবকে জল অর্পণ করা হবে সেই জলে দিতে হবে সাতটি গোলমরিচ। সাতটি নিখুঁত গোলমরিচ সেই জলে দিয়ে তার পর জলটি সূর্যদেবের উদ্দেশে অর্পণ করতে হবে এবং সূর্য মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে। এই কাজটি করলে সূর্যদেব অত্যন্ত সন্তুষ্ট হন।

জল অর্পন করার পর নিজের মনস্কামনা সূর্যদেবের কাছে জানাতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE