Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বাড়িতে তুলসী মঞ্চ সঠিক নিয়মে রেখেছেন তো?

হিন্দুধর্মে তুলসী গাছকে দেবী হিসেবে পুজো করা হয়। পুরাণে বলা আছে, যে বাড়িতে তুলসী গাছ রয়েছে এবং নিয়মিত তার পুজো করা হয়, সেই বাড়িতে কখনও হঠাৎ শোকের ছায়া নামে না।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ৩১ মে ২০১৯ ০১:১৬
Share: Save:

হিন্দুধর্মে তুলসী গাছকে দেবী হিসেবে পুজো করা হয়। পুরাণে বলা আছে, যে বাড়িতে তুলসী গাছ রয়েছে এবং নিয়মিত তার পুজো করা হয়, সেই বাড়িতে কখনও হঠাৎ শোকের ছায়া নামে না। সেই সংসার সব সময় সুখ শান্তি থাকে। বাড়িতে তুলসী মঞ্চ রাখার বা তুলসী গাছে জল ঢালার সঠিক কিছু নিয়ম বা মন্ত্র আছে। যদি সেই সঠিক নিয়মে মেনে চলা যায়, তা হলে বাড়িতে কোনও বিপদ সহজে আসতে পারবে না।

বাড়িতে তুলসী মঞ্চ রাখার সঠিক নিয়ম:

১) তুলসী গাছ যদি বাড়িতে থাকে, তা হলে তার নিত্য পুজো করতেই হবে। সঠিক নিয়মে তুলসী গাছে জল দিতে হবে।

২) তুলসী মঞ্চ বাড়ির জমি থেকে, অর্থাৎ মেঝে থেকে একটু উঁচু জায়গায় রাখতে হবে। এবং তুলসী গাছের ওপর যেন কোনও অপবিত্র ছায়া না পড়ে, সে দিকে লক্ষ্য রাখতে হবে।

৩) সন্ধ্যাবেলায় তুলসী গাছের কাছে সন্ধ্যা প্রদীপ জ্বালতেই হবে।

আরও পড়ুন: রক্তপ্রবাল কখন ধারণ করতে নেই

৪) সন্ধ্যা বাতি দেওয়ার পর আর তুলসী গাছ স্পর্শ করা যাবে না।

৫) সন্ধ্যা নামার পর তুলসী পাতা তোলা যাবে না।

৬) বিশেষ কিছু তিথিতে তুলসী পাতা তোলা যাবে না। যেমন একাদশী, সূর্যগ্রহণ এবং রবিবারে। অন্য দিন তুলসী পাতা তোলা যেতে পারে।

৭) তুলসী পাতা তোলার আগে হাততালি বাজিয়ে এবং ওঁ ভদ্রায় নমঃ বলে তুলসি পাতা তুলতে হবে।

***তুলসী গাছে জল দেওয়ার সঠিক মন্ত্র

“মহাপ্রসাদ জননী, সর্ব সৌভাগ্য বর্দ্ধিনী

আদি ব্যাধি হরা, নিত্য তুলসী ত্ব

নমহস্তুতে”

** এই মন্ত্র উচ্চারণ সহকারে যদি নিত্য তুলসী পুজো করা যায়, তা হলে সংসারে সুখ শান্তি বজায় থাকবে। কর্ম, ব্যবসা এবং সন্তানদের লেখাপড়ায় অগ্রগতি হবেই হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tulsi plant Tulsi Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE