Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বৈদিক মতে বেলগাছ ও পাতার উপকারিতা

বৈদিক শাস্ত্র মতে বেলপাতাকে অনেক রকম ভাবে ব্যাখ্যা করা হয়েছে।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮ ২২:৩৭
Share: Save:

বৈদিক শাস্ত্র মতে বেলপাতাকে অনেক রকম ভাবে ব্যাখ্যা করা হয়েছে।

• বেল গাছের তিনটি পাতা একত্রে থাকলে তবেই তাকে একটি বেলপাতা বলা হয়। এই তিনটি বেলপাতা হল ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর।

• এই তিনটি পাতাকে যথাক্রমে তিনটি চোখ বলা হয়।

• তিনটি পাতা যথাক্রমে– পূজা, স্তোত্র ও জ্ঞান।

• বেলডাল যথাক্রমে সৃষ্টি, স্থিতি ও লয়কে উপস্থাপনা করে।

• বেলপাতার সামনের অংশকে অমুর্যাম বলা হয়।

• যে কোনও পূজার ক্ষেত্রে যদি অসম্পূর্ণ বা ছেঁড়া বিল্বপত্র অর্পণ করা হয়, তা হলে তা পাপ করার তূল্য হয়।

• বেলফলকে শ্রীফল বলা হয়। শিবপূজার একটি উত্তম উপাদান বেলপাতা।

জ্যোতিষমতে বাড়ির দিক অনুসারে বেলগাছ থাকার কী উপকার—

উত্তর-পূর্ব দিকে বেলগাছ সম্পদ প্রাপ্তি ঘটায় ও অশুভত্ব থেকে মুক্তি দেয়।

পূর্ব দিকে বেলগাছ সর্বপ্রকার সম্পদ ও শান্তি লাভ ঘটায়।

আরও পড়ুন: রেবতী নক্ষত্র জাতদের স্বভাবগত বৈশিষ্ট্য

পশ্চিম দিকে বেলগাছ সুসন্তান দেয়।

দক্ষিণ দিকে বেলগাছ দুর্ঘটনা থেকে মুক্তি দেয়।

শারীরিক প্রয়োজনে বেলগাছ

• বেলফলের গুঁড়ো দুধের সঙ্গে পান করলে রক্তাল্পতা থেকে মুক্তি পাওয়া যায়।

• হাই ব্লাড সুগারে নিয়মিত বেলফল খাওয়া হলে এই রোগ থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়।

• বেলফল ঠান্ডা জলে ভিজিয়ে মিছরি সহকারে পান করলে লিভারের সমস্যা দূর হয়।

• বেলফল সরষের তেলের মিশ্রণে দিয়ে যদি কোনও ব্যথায় মালিশ করা হয় তবে খুব উপকার পাওয়া যায়।

• বেলের গুঁড়ো যদি ক্ষত স্থানে লাগানো হয়, তা হলে খুব তাড়াতাড়ি উপশম হয়।

• যদি বেলফল চিনির সঙ্গে সেবন করা যায় তা হলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Wood apple Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE