Advertisement
১৯ এপ্রিল ২০২৪

চুনি আসল না নকল কী ভাবে বুঝবেন?

রত্ন কেনার সময় দুটি জিনিস মাথায় রাখবেন। এক, যে কোনও রত্ন তিন মাস পরে ফল দেয়। দুই, উপরত্ন ফল দেয় ছয় মাস পরে। জেনে নিন আসল চুনি কী ভাবে চিনবেন।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৭ ০০:০০
Share: Save:

চুনি চেনা মোটেই সহজ ব্যাপার নয়। যে কোনও রত্ন কেনার সময় দুটি জিনিস মাথায় রাখবেন। এক, যে কোনও রত্ন তিন মাস পরে ফল দেয়। দুই, উপরত্ন ফল দেয় ছয় মাস পরে। জেনে নিন আসল চুনি কী ভাবে চিনবেন।

১। চুনি আসল হলে চোখের পাতায় রাখলে শীতলতা অনুভব করা যায়।

২। চুনি কাঁচা গরুর দুধে তিন চার ঘণ্টা রাখলে দুধের রঙ গোলাপি হয়ে যায়।

৩। রুপোর পাত্রে রেখে সূর্যালোকে ধরলে পাত্রটি রক্তবর্ণ ধারণ করে।

৪। পদ্মের কুঁড়িতে রাখলে পদ্ম দ্রুত ফোটে।

চুনির আয়ুর্বেদিক শোধন করবেন কী ভাবে

লেবুর রসমিশ্রিত জলে চব্বিশ ঘণ্টা ডুবিয়ে রাখতে হবে।

চুনির প্রাপ্তিস্থান

চুনা পাথরের ভেতর জন্মায় বলে এর নাম চুনি। মায়ানমার, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র, তাইল্যান্ড ও শ্রীলঙ্কায় চুনি পাওয়া যায়।

অ্যালুমিনিয়াম ও অক্সিজেন মিশ্রিত হয়ে তৈরি হয় অ্যালুমিনা। সেখান থেকে চুনির সৃষ্টি হয়। এর কাঠিন্য মাত্রা ৯, আপেক্ষিক গুরুত্ব ৩.৯৯, পরাবর্তন অনুপাত ১.৭৬৫ এবং ০.০০৮, বিকীর্ণতা অনুপাত ০.০১৮, দেখতে লাল (ডালিমের দানার মতো রঙ) এবং ষড়ভূজাকৃতী।

রবির প্রতিকারে বার্মিজ চুনি ধারণ অবশ্য কর্তব্য। ধারণ করবেন রবিবারে। উপরত্ন- স্টার রুবি, গার্নেট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE