Advertisement
২০ এপ্রিল ২০২৪

রেগে গেলে বিভিন্ন রাশির লোকেরা কী রকম আচরণ করে থাকে

রাগ বা ক্রোধ হচ্ছে প্রাণিক সত্ত্বা। রাগকে এক এক রাশি এক এক রকম ভাবে মোকাবিলা করে। রাশিগুলোর প্রকৃতি এক এক রকম। তাই রাগের দ্বারা সম্পৃক্ত হলে প্রকৃতি অনুযায়ী বা রাশি অনুযায়ী বিভিন্ন আচরণ প্রকাশ পায়।

অসীম সরকার
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

রাগ বা ক্রোধ হচ্ছে প্রাণিক সত্ত্বা। রাগকে এক এক রাশি এক এক রকম ভাবে মোকাবিলা করে। রাশিগুলোর প্রকৃতি এক এক রকম। তাই রাগের দ্বারা সম্পৃক্ত হলে প্রকৃতি অনুযায়ী বা রাশি অনুযায়ী বিভিন্ন আচরণ প্রকাশ পায়। এখানে বিভিন্ন রাশির রাগের ফলে আচরণের যে বাহ্যিক প্রকাশ হয় সেটাই দেখনো হল।

মেষ রাশি: রেগে গেলে মেষের জাতক/জাতিকা যেন বলে, ‘তোকে খুন করে ফেলব’।

বৃষ রাশি: রেগে গেলে বৃষ রাশির মানুষেরা জিনিস পত্র ছুড়ে ফেলতে থাকে।

মিথন রাশি: ক্রোধে আত্মহারা হয়ে মিথুন রাশির জাতক/জাতিকা চিৎকার করতে থাকে।

কর্কট রাশি: রেগে গেলে এরা গলার স্বর নামিয়ে কাঁদতে থাকে।

সিংহ রাশি: রেগে গেলে অতিরিক্ত কথা বলতে থাকে সিংহ রাশির জাতক/জাতিকারা।

কন্যা রাশি: রেগে গেলে কন্যার জাতক/জাতিকারা চিৎকার না করে অন্য পথ অবলম্বন করে। বেশির ভাগ ক্ষেত্রে কোনও কথা না বলে মুখ গম্ভীর করে থাকে।

তুলা রাশি: এমনিতে তুলা রাশির জাতক/জাতিকারা সহজে রাগে না। তবে ক্ষেত্র বিশেষে তুলার জাতক এবং জাতিকার মধ্যে জাতিকারা রেগে গেলে হঠাৎ করে ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে বাড়ির লোকের দৃষ্টি আকর্ষণ করে থাকে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির রাগ সহজে যেতে চায় না। রেগে গেলে বৃশ্চিক রাশির মানুষ খুন পর্যন্ত করতে পারে।

ধনু রাশি: রেগে গেলে ধনু রাশির জাতক/জাতিকারা ঝড়ের বেগে সেই স্থান থেকে চলে যায়।

মকর রাশি: মকর এমনিতে শান্ত স্বভাবের। কিন্তু রেগে গেলে যার সঙ্গে রাগারাগি, তাকে মেরেও ফেলতে পারে।

কুম্ভ রাশি: রেগে গেলে কুম্ভের জাতক/জাতিকারা অদ্ভুত আচরণ করে। কখনও কোনও কিছু হাতে নিয়ে চিৎকার করে সকলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। কখনও নাগাড়ে চিৎকার করে চলে।

মীন রাশি: রেগে গেলে মীনের জাতক/জাতিকারা বলা নেই কওয়া নেই দুম করে বিছানায় শুয়ে পড়ে; বিশেষ করে মীনের জাতিকারা প্রায়ই এটা করে থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rashi behave Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE