Advertisement
২০ এপ্রিল ২০২৪

রাশি অনুযায়ী কে কত ক্ষণ রাগ পুষে রাখে

রাশি অনুযায়ী মানুষের প্রকৃতি আলাদা। এখানে রাশি মানে জন্ম মাস।

অসীম সরকার
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

রাশি অনুযায়ী মানুষের প্রকৃতি আলাদা। এখানে রাশি মানে জন্ম মাস। আমরা এখানে জন্ম রাশি অনুযায়ী এক একজনের রাগ বা ক্রোধের স্থায়িত্বকাল কতক্ষণ তা আলোচনা করব।

মেষ রাশি: মেষ হঠকারী রাশি। তাই এই রাশির জাতক/জাতিকা ২৪ ঘণ্টার মতো সময় রাগকে মনে মনে পুষে পারেন।

বৃষ রাশি: বৃষ গোঁয়ার গোবিন্দ স্বভাবের রাশি। তাই এই রাশির মানুষেরা যাদের সঙ্গে রাগারাগি হয়েছে তাদের মৃত্যু না হওয়া অবধি রাগকে লালন করে।

মিথুন রাশি: মিথুন রাশির লোকেরা বুদ্ধি দিয়ে সব কিছুকে দেখে থাকে। তাই এদের রাগ খুব কম সময় স্থায়ী থাকে।

কর্কট রাশি: কর্কট গভীর স্বভাবের রাশি। এরা অনেক বছর রাগকে ধরে রাখতে পারে।

সিংহ রাশি: সিংহের জাতক/জাতিকার কাছে মান-সম্মান সবার আগে। তাই যে ঘটনার জন্যে রাগারাগি হয়েছে, তা না মেটা পর্যন্ত এদের রাগ যায় না।

কন্যা রাশি: কন্যা দ্বিস্বভাবের রাশি। এদের ভিতর আর বাইরের মধ্যে ব্যবধান বেশি। তাই এই রাশির জাতক/জাতিকা রাগকে ইচ্ছে করলে কয়েক মাস পুষে রাখতে পারে।

তুলা রাশি: সহজেই অন্যকে আপন করে নিতে পারে। অন্যের মনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি থাকে। তাই এই রাশির নারী/পুরুষেরা অল্প কিছু ক্ষণ রাগ পুষে রেখে তারপর হেসে ফেলে।

বৃশ্চিক রাশি: বিকৃত জেদি স্বভাবের রাশি বৃশ্চিক। একবার রেগে গেলে এরা সহজে সেটা ভোলে না। তাই এদের রাগ সারা জীবনের জন্য পোষা থাকে।

ধনু রাশি: ধনু চিরদিনই উদার হৃদয়ের মানুষ। তাই এদের রাগের স্থায়িত্বকাল মাত্র দু’দিন।

মকর রাশি: এরা সব কিছুকে গভীর ভাবে নেয়। তাই এদের সঙ্গে খারাপ ব্যবহার করলে ক্ষমা না চেয়ে পুনরায় কথা বললে বিপদ হতে পারে।

মীন রাশি: ঘোলাটে, দ্বৈত স্বভাবের রাশি মীন। এদের বোঝা বেশ কঠিন। এদের রাগ মাসাধিক কাল টিকে থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anger Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE