Advertisement
২০ এপ্রিল ২০২৪

চোখ ও ভ্রু-র গঠন থেকে জেনে নিন চারিত্রিক বৈশিষ্ট্য

বিভিন্ন মানুষের বিভিন্ন শারীরিক গঠন বৈচিত্রপূর্ণ ভাগ্যের ইঙ্গিত বহন করে।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ০০:০০
Share: Save:

বিভিন্ন মানুষের বিভিন্ন শারীরিক গঠন বৈচিত্রপূর্ণ ভাগ্যের ইঙ্গিত বহন করে। জ্যোতিষশাস্ত্রের অন্তর্গত সমুদ্রশাস্ত্র নামক শাখাটি মানুষের অঙ্গ বৈশিষ্ট্য থেকে ভাগ্য জানার উপায় নিয়েই গঠিত। স্বল্প পরিসরে, চোখ ও ভ্রুয়ের বৈশিষ্ট্য থেকে দেখে নেওয়া যাক ভাগ্যের ইঙ্গিত—

চোখ—

চোখ মানুষের ভবিষ্যৎ জীবনের প্রতিচ্ছবি আঁকতে পারে।

১। তীর্যক চোখ যাদের অর্থাৎ যারা ট্যারা, তারা অত্যন্ত চালাকি এবং চাতুর্যের দ্বারা কার্যসিদ্ধি করে থাকে।

২। বড়, গোল আর পরিষ্কার দৃষ্টিসম্পন্ন চোখ যাদের, তারা বিপরীত লিঙ্গের প্রতি বেশি আকর্ষিত হয়।

৩। উন্নত এবং বিকশিত চক্ষুযুক্ত ব্যক্তি সৌভাগ্যশালী হয়ে থাকে।

৪। পদ্মের মতো সুন্দর চোখযুক্ত ব্যক্তি ধনবান হন।

৫। যার চোখ সর্বদাই লাল থাকে, তাদের কোনও দিন অর্থাভাব ঘটে না।

৬। বাদামী বা হলুদাভ চোখের জতকেরা অর্থশাস্ত্রে জ্ঞানী হয়ে থাকেন কিন্তু বিড়ালের মতো চোখের ব্যক্তিরা সাধারণত পাপী হন।

৭। হাতির মতো ছোট চোখের ব্যক্তিদের রাজার মতো ভাগ্য হয়।

৮। যার চোখের তারা ঘন কালো হয়, তার চোখে কোনও অস্ত্রোপচার হতে পারে।

৯। সংকুচিত চোখের জাতকেরা দরিদ্র হয়।

ভ্রু—

১। যে সব জাতক-জাতিকার ভ্রু দ্বিতীয়ার চাঁদের মতো সুন্দর হয়। তারা সুখী, সৌভাগ্যশালী এবং ধনী হয়।

২। ভ্রু দু’টি যদি একে অন্যের সঙ্গে মিশে যায়, তবে সেই জাতক বা জাতিকা সৌন্দর্যপ্রেমী, ভোগী এবং কলা, সংস্কৃতি ও সৃজনাত্মক কাজে পটু হয়।

৩। উঁচু-নীচু ভ্রু যুক্ত ব্যক্তি নির্ধন হয়ে যায়।

৪। উপরের দিকে উঠে আছে এমন ভ্রু যে সব জাতকের হয়, তারা স্বল্পায়ু হয়।

৫। বড় ও চওড়া ভ্রু যুক্ত ব্যক্তি ধনবান হয়।

৬। যাদের ভ্রু মাঝ বরাবর ঝুলে থাকে তারা ভোগবিলাসী হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Eye Rashi Eyebrow
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE